কন্ডোম দিয়ে একি করছেন যুবতী ? ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা:দেখুন কি কাণ্ড করলেন যুবতী…

0
3727

দেশের সময় ওয়েবডেস্কঃ মানুষ কখন যে কি কাণ্ড ঘটায় কে বলতে পারে ! ওই রুমালের বিড়াল হয়ে ওঠার মতো কাণ্ড ঘটিয়ে ফেলতে বেশি সময় লাগে না। আগেও নানা মজার কাণ্ড ঘটত। তবে আমরা তা জানতে পারতাম না। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সব কিছুই আমরা চট করে দেখে ফেলতে পারি। ভাইরাল ভিডিও তো আমাদের কাছে উপরি পাওনা।

রানাঘাটের রাণু থেকে রাশিয়ার সিনেমা হলে পপকর্ন চুরি সব কিছুই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর আমরা তা মুহূর্তে দেখতে পারি শেয়ার করতে পারি। দেখুন সেই ভাইরাল ভিডিও:

https://www.instagram.com/reel/CL9Vi8Gl0ZW/?igshid=1km2e9pvd2k3f

তবে কন্ডোম দিয়ে মোজা বানানোর ঘটনা সত্যিই একটু বেশি বাড়াবাড়ি বইকি। কন্ডোম সাধারণত ব্যবহার করা হয় যৌনতায়। এইডস থেকে অবাঞ্ছিত গর্ভধারণ আটকাতেই এর ব্যবার করা হয়। সব দেশেই কন্ডোমের ব্যবহার করতে বলা হয় মানুষকে। কিন্তু তাই বলে মোজা !হ্যাঁ এমনই কাণ্ড ঘটিয়েছেন এক যুবতী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।

সকলে ওই যুবতীর কাণ্ড দেখে হেসে খুন। অনেকেই কৌতুক করেছেন। যুবতী ঠিক কি বোঝাতে চেয়েছেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। তা ঠিক কি করেছেন ওই যুবতী ? যে ভিডিওটি শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে, এক যুবতী একটি কন্ডোমের প্যাকেট কেটে তা বের করছেন। তারপর নিজের পায়ে পরে ফেললেন কন্ডোমটা। যা দেখে সকলেই বেশ অবাক। এ কি কাণ্ড করলেন তিনি। যুবতী গম্ভীর মুখে নিজের কাজ করে, কন্ডোমটি ফেলে দিলেন। সকলেই এর পর ওই যুবতীকে নানা মজার কমেন্ট করেছেন। আপাতত এই ভিডিও ব্যাপক ভাইরাল।

Previous articleখুনের অভিযোগে অভিযুক্তর জামিন নাকচ ও তার ফাঁসির দাবিতে বনগাঁ আদালতে বিক্ষোভ
Next articleক্রিকেট ম্যাচে পাকিস্তান জিতলে বোম ফাটায় যারা তৃণমূল এখন তাদের হাতে : নন্দীগ্রামে শুভেন্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here