ভারত ৩৫২/৫
অস্ট্রেলিয়া ৩১৬
অর্পিতা দে:
রবিবার ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি৷প্রথম থেকেই উইকেট সহায় ছিল না অজিদের৷অজি আক্রমণকে একেবারে গুড়িয়ে রোহিত ৫৭, শিখর ১১৭, বিরাট ৮২, হার্দিক ৪৮ করেন৷শতরান করেছেন ধবন আর অর্ধ শত রান করেন ভারতের অধিনায়ক ও সোহো অধিনায়ক দুজনেই৷
স্টার্ক, নাইল, ম্যাক্সওয়েল, জাম্পা, স্টেইনিস্ প্রত্যেকেই প্রতি ওভারেই ৬ এর বেশি রান দিয়েছেন৷ স্টার্কই দিয়েছেন ১০ ওভারে ৭৪ রান৷ হার্দিকের এক বিধ্বংসী ইনিংসেই ভারত পার করে ফেলে সাড়ে তিনশোর গন্ডি৷এর জবাবে অজিরা ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন এরোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।৩৬ রান করেই ক্রিজ ছাড়তে হয় অজি অধিনায়ককে৷ এরপর ওয়ার্নার ও স্টিভ স্মিথ জুটি তাদের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন৷এমনসময় চোহাল আবার ভারতকে ছন্দে ফেরান ওয়ার্নারকে আউট করে৷ পরবর্তী ব্যাটসম্যান খোয়াজা স্মিথকে সঙ্গ দিয়ে ৩৯ বলে ৪২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন; তাকে ক্রিজ থেকে ফেরান বুমরাহ৷
এরপরেই ভুবির ওভারে পরপর দুই অজি ব্যাটসম্যান আউট হতেই ম্যাচ চলে আসে ভারতের হাতে। যদিও খেলা যখন ৪০ ওভারে তখনও ব্যাটে ফর্মে আছেন স্টিভ স্মিথ। ননস্ট্রাইকে তখন মারকুটে ম্যাক্সওয়েল৷ অজিদের দরকার আর মাত্র ১১৫ রান৷ এই গ্লেন স্মিথ জুটি যদি টিকে যায় ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে যেতে পারে এমতাবস্থায় অধিনায়ক বল তুলে দিলেন ভুবির হাতে।
এই ভুবনেশ্বর কুমারের দুই ম্যাজিক্যাল ডেলিভারিতেই ম্যাচ চলে আসে অনেকটা ভারতের হাতে৷৬৯ রান করে ভুবির বলে এলবিডব্লিউ হন স্মিথ, এরপরেই ০ করে বোল্ড হয়ে ফিরতে হয় স্টেইনিসকে৷ যুজবেন্দ্র চোহেলের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল৷
এরপর ক্যারি ক্রিজে টিকে থাকলেও ম্যাচ বের করে আনতে পারেননি৷ ৩৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি৷ অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৩১৬ রানেই৷ ভারতের জয় হয় ৩৬ রানে। ভুবির ওই ম্যাজিক্যাল ওভারেই জয়ের দিকে এগিয়ে যায় বিরাট বাহিনী।তিনটি করে উইকেট পেয়েছেন ভুবি ও বুমরাহ৷ ২ টি উইকেট নেন চোহাল৷