ঐতিহ্যের আর এক নাম, বনগাঁ মতিগঞ্জ সাহাপাড়া শীতলা মন্দিরের দুর্গা পূজো:

0
1090

বনগাঁ মতিগঞ্জ সাহাপাড়া শীতলা মন্দির পূজা কমিটি পরিচালিত দুর্গা পূজাকে ঘিরে একটি পরিবারে পরিণত হয় গোটা পাড়া। গত তিন বছর ধরে এই পাড়ায় ঐতিহ্য মেনে দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে। প্রায় ৪৫ বছর আগে প্রতিবেশীদের মঙ্গলার্থে এই পাড়ায় প্রথম শীতলা পুজো চালু হয়। তখনকার পাড়ার বয়ষ্করা এই পূজো পরিচালনা করতেন। পরবর্তীতে এই পুজোর দায়িত্ব নেন পাড়ার পরবর্তী প্রজন্ম। মূলত তাদের হাত ধরেই শীতলা পূজার পাশাপাশি এখানে শিব পুজো, গ্রহরাজ এর পুজো, কালী মায়ের পূজো, রাধাকৃষ্ণের পুজোর আয়োজন হচ্ছে। প্রত্যেক দেবতার জন্য আলাদা আলাদা মন্দিরও গড়ে তোলা হয়েছে একই চত্বরে। পুজো কমিটির পক্ষে তপন সাহা, রানা সাহারা জানালেন, সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি গত তিন বছর ধরে দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে। এর ফলে পাড়ার মেয়ে বউ দের অন্য কোথাও অঞ্জলি দেওয়া, সিঁদুর পড়াতে যেতে হয় না। চাঁদার কোন জোর-জুলুম নেই। পাড়ার লোকেরা যে যেমন পারেন তেমন অর্থ সাহায্য করেন। অষ্টমীর দিন মন্দির কমিটির পক্ষ থেকে পাড়ার সমস্ত বাসিন্দা, তাদের আত্মীয়-পরিজনদের জন্য মন্দির চত্বরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয।়এভাবেই পুজোকে ঘিরে একটি পরিবারে পরিণত হয় এই পাড়া।

Previous articleঅষ্টমীতে পূণ্যার্থীদের দখলে ঠাকুরদালান:নীলাদ্রি ভৌমিক:
Next article“প্রাণের উত্‍‌সবে মাতোয়ারা বনগাঁ” দেবন্বিতা চক্রবর্তীঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here