দেশেরসময় ওয়েবডেস্কঃ ২০০৮ সালের ২৬ নভেম্বর। এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছিল মুম্বই। রক্তক্ষরণ হয়েছিল গোটা দেশের। চারদিন ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে চলেছিল মুম্বই পুলিশ, সেনা, এনএসজি-র। ধরা পড়েছিল আজমল কাসভ।
মৃত্যু হয়েছিল ১৬৬ জনের, গুরুতর আহত ৩০০ জন। ১১ বছর আগে সন্ত্রাসবাদীদের গুলিতে যে নিষ্পাপ প্রাণগুলি হারিয়ে গিয়েছিল, তাঁদের আত্মার শান্তি কামনায় এদিন সকালে শ্রদ্ধা জানাল গোটা দেশ।
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এই বিশেষ দিনে তাঁর বার্তায় বলেন, মুম্বই সন্ত্রাসবাদী হামলার ১১তম বর্ষপূর্তিতে সব স্বজনহারা পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।
উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইড়ু এদিন ২৬/১১-র নাশকতায় শহিদ নিরাপত্তা বাহিনীর কর্মীদের বীরত্ব ও দেশের প্রতি তাঁদের নিষ্ঠাকে কুর্নিশ জানান। শ্রদ্ধা জানান সেই সব মানুষকে যাঁরা এই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছিলেন। সমবেদনা জানান স্বজনহারা পরিবারকেও।
মেরিন ড্রাইভের পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির।