দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে! এবার রাস্তার ধারে ঘুমিয়ে থাকা অন্তত ১৮ জন পিষে মারা গেলেন ট্রাক ও ডবলডেকার বাসের মধ্যে সংঘর্ষের জেরে। বৃহস্পতিবার গভীর রাতে বরাবাঁকি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ, চিকিৎসক, অ্যাম্বুল্যান্স পৌঁছেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গেছে, বিহারের একদল পরিযায়ী শ্রমিক হরিয়ানা থেকে ফিরছিলেন বাসে করে। গত রাতে হঠাৎ তাঁদের বাস বিকল হয়ে যাওয়ায়, বাস থেকে নেমে পথের ধারে রাত কাটান তাঁরা। সেখানেই, বাসটির সামনে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন অনেকে। মাঝরাতে আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে। তাতেই এই বিপত্তি।

জানা গিয়েছে, রাম সানেহি ঘাট থানার অদূরে দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওইবাসটিতে। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন ওই শ্রমিকরা। তাঁদের উপর দিয়েই চলে যায় লরিটি। সে সময় লরি এসে ধাক্কা মারাতেই ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যোগীরাজ্যের পুলিশ। ঘটনায় আহত হয়েছেন ২৪ জনেরও বেশি শ্রমিকের।

পুলিশ জানিয়েছে, ওই বাস হরিয়ানার পালওয়াল থেকে বিহার আসছিল। প্রায় ১৪০ জন শ্রমিক ছিলেন সেই বাসে। লখনউ ঢোকার ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে খারাপ হয়ে যায় বাসের যন্ত্রাংশ। তা ঠিক করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। বাসে আসা কিছু শ্রমিক বাসের সামনে রাস্তার ধারে ঘুমোচ্ছিলেন। সে সময়ই ঘটে এই ভয়ানক দুর্ঘটনা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনা নিয়ে অতিরিক্ত ডিরেক্টর জেনারাল এসএন সাবাত বলেছেন, ‘‘মঙ্গলবার রাতে বারাবঁকীতে এক পথ দুর্ঘটনায় বিহারের ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা দ্বারভাঙা, সীতামারি-সহ বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনায় আহত হয়েছে দু’ডজনেরও বেশি। তাঁদের চিকিৎসা চলছে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here