দেশের সময়, ওয়েব ডেস্ক:- অতীতকে পিছনে ফেলে আবারও দূরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। ডার্বি থেকে জয়ের ধারা অব্যাহত থাকলেও ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ড্র ছিল চিন্তার বিষয। তবে আজ ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে ২-১গোলে জয় নিঃসন্দেহে স্বস্তি দিল লাল হলুদ শিবিরকে। শুধু তাই নয় এই জয়ের মধ্যে দিয়ে ১৯পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্হানে উঠে এলো জবি-রা। এদিন প্রথম থেকেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় ইস্টবেঙ্গল। ফলে প্রথমার্ধেই রালতে-র গোলে এগিয়ে যায় দল। পিছিয়ে পড়ে খেলায় ফিরে আসার মারিয়া চেষ্ঠা চালায় ইন্ডিয়ান অ্যারোজ-ও। আর সেক্ষেত্রে আজকে ম্যাচে লাল হলুদ গোলকিপার রক্ষিত ডাগর-এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এর মধ্যেই ব্যাবধান বাড়ানোর সুযোগ পায় ইস্টবেঙ্গল। কিন্তু পেনাল্টি পেলেও গোল করতে ব্যার্থ হন ডিডিকা। প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুটা সুখের হয়নি ইস্টবেঙ্গলের জন্য। ৫৫মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লাল হলুদের অন্যতম ফুটবলার চুলোভা। দল দশ জন হতেই রক্ষন বিভাগে অতিরিক্ত নজর দেন কোচ আলেহান্দ্রো মেনেনদেজ। সেক্ষেত্রে কোলাডো-কে তুলে সামাদ কে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন তিনি। আর ৬৪মিনিটে সামাদ-এর দূরন্ত শর্ট অ্যারোজ গোলকিপার সুকান গিল-এর হাতে লেগে ফিরে এলেও গোলের সুযোগ নষ্ট করতে নারাজ থাকেন কেরল গোল মেশিন জবি জাস্টিন। তার পা থেকেই আজ জয় সূচক গোলটি পেয়ে যায় ইস্টবেঙ্গল। খেলার শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ইন্ডিয়ান অ্যারোজ। তবে জয় এলেও চুলোভা-র লাল কার্ড আগামী ম্যাচের জন্য আলেহান্দ্রো-র বড়ো চিন্তার কারন হয়ে থাকলো বলেই মনে করছে ক্রীড়া মহল।