দেশের সময় ওয়েবডেস্কঃ র্কিছু বললেই পাকিস্তানি আখ্যা দিয়ে দিচ্ছে, ধর্মের নামে বিদ্বেষ ছড়ানো হচ্ছেএটা ভারতের ধর্ম নয়।’ বরানগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার ধর্মীয় বিভাজনের যে রাজনীতি করছে, সেটার সমালোচনাও করেন।
নিজের বক্তব্য সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘ধর্ম মানে কিন্তু ধর্মান্ধতা নয়। ধর্মের নামে ধর্মান্ধতা চলতে পারে না। আমরা সব ধর্মকে নিয়ে থাকতে ভালবাসি। ধর্ম মানুষকে হিংসা, বিদ্বেষ কিংবা আগুন জ্বালাতে শেখায় না। ধর্ম শিক্ষা, সংস্কৃতি, ভালাবাসা শেখায়।
ধর্ম মনের শান্তি আনে। ধর্ম মানেই হল মানবিকতা, আর এটাই সত্য। কেউ কেউ অবশ্য ধর্মের নামে বিদ্বেষ, হিংসা ছড়ায়। আমার জাত কী? এটা ওরা ঠিক করবে? কী খাব, কোথায় যাব সেটা অন্য কেউ ঠিক করবে?
এটা কখনই ভারতের ধর্ম হতে পারে না, এটা বিদ্বেষ। যারা একে অপরের গায়ে আগুন ধরিয়ে দেয়, তাদের আমি ধর্মীয় মানুষ বলে মনে করি না। আমাকে পুরীর মন্দিরে পর্যন্ত ঢুকতে বাধা দিয়েছিল। একটি রাজনৈতিক দলের কয়েকজন সদস্য বিক্ষোভ দেখিয়েছিল। এরা বিদ্বেষ এমন জায়গায় নিয়ে গিয়েছে, যেখানে কেউ কিছু বললেই, প্রশ্ন করলেই সে পাকিস্তানি হয়ে যায়।’ সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার কোনও চেয়ারের প্রয়োজন নেই। আমি আপনাদের ঘরের মেয়ে থাকতে চাই।’