- দেশের সময়:আজ সন্ধে থেকে কাল সকাল পর্যন্ত আকাশে দেখা যাবে সুপার মুন। সুপার মুন অর্থাৎ কিনা পূর্ণিমার চাঁদ। আজ তার রং হবে গোলাপি। এমনিতে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার কিন্তু আজ চাঁদ দেখা যাবে ৩,৫,০৩৫ কিমি দূর থেকে।
সুপার মুন সাধারণ পূর্ণিমার চাঁদের থেকে ১৪ শতাংশ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। ফলে বলা বাহুল্য, আজ আকাশ আলো করতে চলা এই চাঁদই এ বছরের বৃহ্ত্তম চাঁদ। এবার জেনে নিন কিছু তথ্য৷
কেন এই চাঁদকে বলা হয় পিঙ্ক সুপার মুন
অন্য সময়ে যে চাঁদ দেখা যায় তার থেকে এই চাঁদ বড়, রং মনে হবে গোলাপি। তাই নাম পিঙ্ক সুপার মুন।
কবে দেখা যাবে এই পিঙ্ক সুপার মুন
৭ তারিখ সন্ধে থেকে ৮ তারিখ সকাল- এই সময়ে এই চাঁদ পৃথিবীর সব থেকে কাছাকাছি আসবে।
কোথা থেকে দেখা যাবে সুপার মুন
কেন, বাড়ির ছাদ থেকে। লকডাউনে একদম বার হবেন না।
আবার কবে দেখা যাবে এই গোলাপি চাঁদ
খুব শিগগিরই, এ বছরই মে মাসের ৭ তারিখ।