দেশের সময় ওয়েব ডেস্কঃ নির্ধারিত সময়েই হবে লোকসভা নির্বাচন। শুক্রবার এই কথা জানিয়ে দিয়েছে দেশের নির্বাচন কমিশন। আগামী ৮ মার্চ নির্বাচন কমিশন ঘোষণা করবে নির্বাচনের নির্ঘন্ট। কত দফায় দেশের নির্বাচন হবে, বাংলায় কত দফায় নির্বাচন করাতে চায় কমিশন, সব জানা যাবে ৮ মার্চ। একইরকমভাবে জানা যাবে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে কোন তারিখে।
নির্বাচন কমিশনের এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। সবাই এখন তাকিয়ে আছে ৮ মার্চের দিকে। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকেই ঘুঁটি সাজানো শুরু হবে সব রাজনৈতিক দলের। এবার একদিকে নরেন্দ্র মোদিকে একক ক্যারিশমা প্রমাণ করতে হবে। অন্যদিকে আঞ্চলিক দলগুলির মহাজোটকে সাফল্য পেতে হবে। এই দুই সমীকরণের লড়াই নিয়ে এখন প্রস্তুতি তুঙ্গে। তবে ৮ মার্চের পর কোন পথে এগোবে জল এখন সেদিকেই চোখ সকলের।