আগামী ২ দিন ৮ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

0
1052

দেশের সময় ওয়েবডেস্ক: আগামী দুদিন পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২–৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পারদ ঘোরাফেরা করবে ৪০–৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে আপাতত স্বস্তি নেই দক্ষিণবঙ্গবাসীর।

বরং বৈশাখের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়।আগামী ৪৮ ঘণ্টা তাপপ্রবাহের সতর্কতা আছে উত্তর ভারত, উপকূলবর্তী অন্ধ্র, তেলঙ্গনা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলেও। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, দিল্লিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২–৩ ডিগ্রি বেশি থাকবে। জম্মু–কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু–তে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই প্রথম জম্মুর পারদ ৪০ ডিগ্রি ছুঁল। আগামী কয়েকদিন পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে বলে পূর্বাভাস মৌসম ভবনের। আগামী ২৪ ঘণ্টা ঝোড়ো হাওয়া বইতে পারে রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশে। আরব সাগরে পশ্চিমী ঝঞ্ঝা এবং মধ্য পাকিস্তান থেকে পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণে জম্মু–কাশ্মীর সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রার পারদে আরও হেরফের হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Previous articleপ্রতিবন্ধী যুবককে পুলিশ ও জেল হেফাজতে পিটিয়ে মারার অভিযোগে অগ্নিগর্ভ হাড়োয়ার লেবুতলা
Next article২৫বৈশাখ শান্তিনিকেতন এ কবি প্রণাম:দেখুন ,দেশের সময় এর লেন্সে:চিত্রগ্রাহক-অর্পিতা দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here