দেশের সময়ওয়েবডেস্কঃ কাশ্মীরে পুলওয়ামাতে আত্মঘাতী জঙ্গি হামলার পর পাকিস্তান ক্রমশই সন্ত্রাসবাদ ইস্যুতে একঘরে হতে থাকে৷ কারণ, পুলওয়ামাতে সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালানোর দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ
এই জঙ্গি সংগঠনটির মাথা মাসুদ আজহার৷ বিশ্বের যে কোন প্রান্তে মাসুদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা এবং এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে আগেই রাখে আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্স৷
যে মাসুদ আজহারকে নিয়ে মুখ পুড়েছে পাকিস্তানের সেই মাসুদ যে পাকিস্তানেই রয়েছে তা স্পষ্ট করে দিলেন পাক বিদেশমন্ত্রী কুরেশি৷ তিনি জানান, পাকিস্তানেই রয়েছে জইশ-ই-মহম্মদের এই প্রধান, কিন্তু সে অসুস্থ৷ তিনি সংবাদ মাধ্যমকে জানান, মাসুদ এতোটাই অসুস্থ যে বাড়ি থেকে বেরনোর ক্ষমতাও তার নেই৷

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে জইশ-ই-মহম্মদের প্রধান আজাহার মাসুদকে ব্ল্যাকলিস্ট করার পথে নিরাপত্তা কাউন্সিলে বাধা হয়েছিল চিন৷ যদিও ২০০১ সালেই এই সংগঠনটিকে ব্যান করেছিল রাষ্ট্রসংঘ৷ ২০০১ সালে ভারতে পার্লামেন্ট আক্রমণ করার পেছনেও এই জইশ জঙ্গিদের হাত ছিল৷ স্বাভাবিকভাবেই ঘরে এবং বাইরে মুখ পুড়ছে পাকিস্তানের৷ ইমরান খান যতই মুখে শান্তির কথা বলুন না কেন তারা যে সন্ত্রাসবাদীদের পালকপিতা তা বরাবরই বিশ্বের কাছে স্পষ্ট৷সন্ত্রাসবাদ নিয়ে বারবারই বিশ্বের কাছে সমালোচিত হয়েছে পাকিস্তান৷

তথ্য ও ছবি- আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে সংগৃহীত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here