অশোকনগরে সোমেন মিত্র

0
819

দেশের সময় ওয়েবডেস্ক: মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র উত্তর ২৪ পরগনা জেলা সফরে অশোকনগর হরিপুরে ইন্দিরা-রাজীব গান্ধীব আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে, বর্তমান বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেসের নীতি- আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান। রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরোধিতার পাশাপাশি কেন্দ্রর বিজেপি শাসিত মোদী সরকারের ধর্মীয় মেরুকরণ রাজনীতির বিরুদ্ধে প্রয়োজনে ধর্মনিরপেক্ষ শক্তিকে সংঘবদ্ধভাবে মানুষকে নিয়ে পথে নামতে হবে। এরপর সোমেন মিত্র ৮নম্বর কালীবাড়ি মোড়ে প্রয়াত কংগ্রেস নেতা ,প্রাক্তন বিধায়ক কেশব চন্দ্র ভট্টাচার্যের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে, বর্তমান রাজনৈতিক বাতাবরণে কংগ্রেস কর্মীদের নতুন উদ্যমে কেশববাবুর আদর্শকে বাস্তবায়িত করার আহ্বান জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রয়াত কেশবচন্দ্র ভট্টাচার্যের কনিষ্ঠ পুত্র তথা অশোকনগর ব্লক কংগ্রেস সভাপতি বিভাস ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস নেতা সুহাস ভট্টাচার্য, পীযুষ নন্দী, হরিদাস কর, অনিমেষ মজুমদার, সায়ন বন্দ্যোপাধ্যায়, শেখর রায় ও প্রবীর বিশ্বাস প্রমুখ।

Previous articleমন্ত্রিত্ব ছাড়লেন শোভন
Next articleশীতে নলেন গুড়,চোখ,কিডনি ভাল রাখতে সাহায্য করে, বলছেন বিশেষঞ্জরা:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here