দেশের সময় বনগাঁ: বিড়ল অমানবিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকল বনগাঁ হাসপাতাল। বনগাঁ মহকুমার এই হাসপাতাল থেকে স্থানান্তরিত করা এক রোগীর মৃত্যু হল অ্যাম্বুল্যান্সে ওঠার আগেই মাটিতে পড়ে গিয়ে। অভিযোগ, হাসপাতালের কর্মীরা সাহায্য করতে এগিয়ে আসেন নি। স্থানীয় সূত্রের খবর করোনা সন্দেহে সাহায্য করতে এগিয়ে এলো না কেউ ৷ হাসপাতালের সামনে ৩০ মিনিট পড়ে থাকল মৃতদেহ৷

হাসপাতাল সূত্রে জানাগিয়েছে, শনিবার বিকেল ৫টা নাগাদ বনগাঁ এলাকার ব্যবসায়ী মাধব নারায়ণ দত্তকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পরীক্ষার পরে করোনা সাসপেক্টেড এবং কলকাতার কোনও হাসপাতালে রেফার করা হয় তাঁকে৷

অভিযোগ, অসুস্থ মাধববাবুকে অ্যাম্বুল্যান্সে তোলার জন্য তাঁর স্ত্রী আলপনা দত্ত তাঁকে হাসপাতাল থেকে একাই বের করে আনেন। কারণ করোনা সন্দেহে কেউ কাছে আসতে চাইছিলনা । এর পরেই মাধববাবু মাটিতে লুটিয়ে পড়েন। তার পরেও তাঁদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ ওঠে।হাসপাতালের সামনেই পড়ে থাকে নিথরদেহ দীর্ঘ সময় পরে এক চিকিৎসক এসে মাধববাবুকে মৃত বলে ঘোষণা করেন৷

মৃতের স্ত্রী আলপনা দত্ত বলেন, স্বামীকে অ্যাম্বুল্যান্সের তোলার সময়ে কেউ সাহায্য না করার কারণেই তিনি একাই অ্যাম্বুল্যান্সে তোলার চেষ্টা করছিলেন মাধববাবুকে। তখনই পড়ে যান মাধববাবু এবং মৃত্যু হয় তাঁর ৷এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বনগাঁ হাসপাতাল চত্বরে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here