দেশের সময় : সরস্বতী পুজো সবচেয়ে আনন্দের স্কুল-পড়ুয়াদের কাছে। কিন্তু করোনকালে প্রায় ১১ মাস বন্ধ থাকার পর শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুলেছে। নিচু ক্লাসের পড়ুয়াদের জন্য এখনও দুয়ার আঁটা। তা হলে সরস্বতী পুজোয় তারা অঞ্জলি দেবে কী ভাবে? কোভিড-বিধি মেনে সরস্বতী পুজো হলেও তাতে যে ভিড় করা যাবে না, জানিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে ছাত্রছাত্রীদের আনন্দ থেকে পুরো বঞ্চিত না করতে অনলাইনে পুজোর ব্যবস্থা করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে পুজোর লাইভ সম্প্রচার করা হবে। কোনও স্কুল আবার নিজেদের ওয়েবসাইটে জুড়ে দেবে লিঙ্ক। কেউ অ্যাপেরও আশ্রয় নিয়েছে। ইচ্ছুক পড়ুয়ারা অনলাইনেই অংশ নিয়েছেন পুজোয়। দিয়েছেন অঞ্জলি।

সরস্বতী পুজো উপলক্ষে টেকনো ইন্ডিয়া গ্রুপ পরিচালিত সি.বি.এস.ই অনুমোদন প্রাপ্ত সাঁই সীমান্ত মডেল স্কুল,বনগাঁয় সরস্বতী পূজার উদ্বোধন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের আয়োজক সাঁই সীমান্ত মডেল স্কুলের মাননীয় প্রিন্সিপাল জয় প্রকাশ রায় , সমস্ত সহশিক্ষক – শিক্ষিকা এবং অন্যান্য সহকর্মীবৃন্দরা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ .কে. রায়- ভাইস চেয়ারম্যান- টেকনো ইন্ডিয়া গ্রুপ,প্রফেসর ড: সুজয় কুমার বিশ্বাস – সি ই ও অ্যান্ড ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ, অনিত অধিকারী -সি ই ও অ্যান্ড ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ, অশেষ বিক্রম দস্তিদার ( এস.ডি.পি.ও বনগাঁ), কার্তিক অধিকারী ও.সি পেট্রাপোল থানা, অমিও রঞ্জন সান্যাল- এক্স ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এস .এস. দত্তগুপ্ত, প্রদীপ কুমার দে সেক্রেটারি-বিভূতিভূষণ বি. এড. কলেজ , প্রিন্সিপাল ড: এম .কে .চন্দ্র
টেকনো ইন্ডিয়া ইঞ্জেনিয়রিং কলেজ – বানীপুর ।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভিড-বিধি মেনে নবম থেকে দশম ‘ফেসবুকে লাইভ করার পাশাপাশি পুজোর ভিডিয়ো লিঙ্ক দেওয়া হবে ছাত্রছাত্রীদের। স্কুলের ওয়েবসাইটেও ভিডিয়ো লিঙ্ক দেওয়ার চেষ্টা হচ্ছে।’ পড়ুয়ারা অংশ নিতে পারবে পুজোয়। বাকি ছাত্রছাত্রীদের জন্য থাকছে অনলাইন ব্যবস্থা।

কলেজ, বিশ্ববিদ্যালয়েও অনেক জায়গায় অনলাইনে পুজোর ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। তবে সরাসরি প্রতিষ্ঠানে আসতে না পারায় আক্ষেপ থাকছে সবারই। ‘পুজোর শুরু থেকেই ফেসবুকে লাইভ করা হবে। কেউ চাইলে ওখানেই অঞ্জলি দিতে পারবে।’

সাঁই মডেল স্কুলের সহ শিক্ষক স্বর্নেন্দু ঘোষ-বলেন, ‘ফেসবুকে লাইভ করার পাশাপাশি পুজোর ভিডিয়ো লিঙ্ক দেওয়া হবে ছাত্রছাত্রীদের। স্কুলের ওয়েবসাইটেও ভিডিয়ো লিঙ্ক দেওয়ার চেষ্টা হচ্ছে।’

বিভূতিভূষণ বি,এড কলেজের কর্ণধার প্রদীপ দে বলেন, ‘প্রতি বছর এলাহি ব্যবস্থা হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও আসেন। প্রচুর মানুষের সমাগম হয়। এ বার বন্ধ গেটের ভিতরে পুজো হল। লাইভ ভিডিয়ো দেখানো হবে ইউটিউবে। সেখানেই পড়ুয়ারা অংশ নেবেন পুজো ফেসবুকে লাইভ করা হবে। সেখানেই পড়ুয়ারা অংশ নেবেন। কলেজে ভিড় করা যাবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here