দেশের সময়: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন অটল বিহারী বাজপায়ীকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের মধ্যে দিয়ে ৭ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো কলকাতার আইসিসিআরে।

বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল আর্টস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর যৌথ উদ্যোগে আয়োজিত সান্ধ্য অনুষ্ঠান ‘অটল কাব্যকলা নর্তন’ এই অনুষ্ঠানের আয়োজক ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুনাভ রায়, গৌরী বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অটলবিহারীর ছবিতে পুষ্পঅর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর লেখা কবিতার সুরে নৃত্যশিল্পীরা ভারতনাট্যম, কুচিপুরি, ওডিসি সহ বিভিন্ন ক্লাসিক্যাল নৃত্য পরিবেশন করেন। ছিলেন ভারতনাট্যম শিল্পী অনুরাধা ঘোষ, কত্থক শিল্পী রিতিকা ঘোষ, ওডিসি শিল্পী সংঘমিত্রা জানা এবং শিল্পী কলামন্দলাম স্বর্ণদ্বীপা। নৃত্যানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

নীচে রইল এই অনুষ্ঠানের কিছু মুহুর্তের ছবি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here