দেশের সময় ওয়েবডেস্কঃ ইংলিশ মিডিয়াম স্কুল বনগাঁ মহকুমায় দাগ কাটতে শুরু করেছে খেদাপাড়া সাঁই সীমান্ত মডেল স্কুল। তাদের ঝাঁ-চকচকে স্কুল গ্রাউন্ড নজর কাড়ার মতো ৷স্কুলে রয়েছে শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয়
অত্যাধুনিক ব্যবস্থাপনা ২৪ টি সি সি ক্যামেরায বন্দি রয়েছে ক্লাস রুম থেকে গোটা এলাকা৷এই জন্য সামান্যতম ছোটখাটো ঘটনা ও দ্রুততার সঙ্গে দেখা সম্ভব হচ্ছে ২০১৫ সাল থেকে এই স্কুলের দায়িত্ব নেন স্কুল পরিচালনার পরিচালন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহন বাজাজ৷
স্কুলের অধ্যক্ষ জয় প্রকাশ রায় জানান আমাদের এই স্কুলে সিবিএসসি কারিকুলামের নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার সুযোগ রয়েছে
খুব তাড়াতাড়ি আমরা আফিলিয়েশন পেয়ে যাব আমাদের স্কুলের টিউশন ফিস সাধারণ মানুষের আয়ত্বের মধ্যে পড়াশোনার পাশাপাশি আমাদের এই স্কুলের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা
কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে ৷রয়েছে সমৃদ্ধশালী লাইব্রেরি সায়েন্স ল্যাব হোস্টেল ফ্যাসিলিটি
শুক্রবার স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে হাজির ছিলেন অভিভাবকরাও।