রাশিফল: আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন

0
503

মেষ
শরীর আজ স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে।
অর্থ এমন কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবেন, যিনি আপনাকে বিভিন্ন বিনিয়োগে অংশ নিতে উৎসাহ দেবেন। কিন্তু কোনও বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন।
প্রেম ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। দোষে গুণেই মানুষ হয়, মনে রাখবেন।

বৃষ
শরীর অযথা ভয়, আবেগ থেকে নিজেকে বের করে আনুন। এই ভয়, উত্তেজনাই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
অর্থ আপনার কষ্টার্জিত পয়সা কোথায় বিনিয়োগ করছেন, সে সম্পর্কে নিশ্চিত হোন। সৃজনশীলতা থেকে কিছু অর্থ আসতে পারে আজ।
প্রেম খুব ছোট ছোট কারণে আজ আপনাদের ঝামেলা হতে পারে। চেষ্টা করুন, সেগুলো মাথা ঠাণ্ডা রেখে সামলে নিতে।

মিথুন
শরীর গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয়। হাঁটার সময় আপনার আরো সতর্ক থাকা উচিত।
অর্থ আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। নইলে বিপদ হতে পারে।
প্রেম দুজনে মিলে আজ খুব সুন্দর সময় কাটাবেন, হয় তো সেটা খুব দীর্ঘ সময় নয়। তবু আনন্দ পাবেন দুজনেই৷

কর্কট
শরীর অন্যদের সাথে আনন্দ ভাগ করে নিয়েই আজ স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে আপনার। চেষ্টা করুন একা না থেকে সকলের মধ্যে আনন্দ করতে।
অর্থ বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ করবেন না। অযথা খরচে আপনারই সমস্যা বাড়বে পরে।
প্রেম সঙ্গী আজ ভীষণভাবে আপনার উপর নির্ভর করবেন, তাঁকে ভরসা দিন।

সিংহ
শরীর অন্য দিনের চেয়ে বেশি এনার্জেটিক থাকবেন আজ। তাই সব কাজই অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারবেন।
অর্থ খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো। তবে কারও কারও ক্ষেত্রে টাকাকড়ি কম উপার্জন হতে পারে, তাঁরা হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন।
প্রেম মনের মানুষ আজ আপনাকে বারবার ফোন করবেন, মেসেজ পাঠাবেন। চেষ্টা করুন তাঁর আকুল আবেদনে সাড়া দিতে।

কন্যা
শরীর আরামে থাকবেন আজ। তাই শরীরও বেশ ফুরফুরে থাকবে আপনার।
অর্থ বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন। এ বিষয়ে কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রেম কাছের মানুষের কিছু নতুন দিক আজ আবিষ্কার করবেন আপনি। তাতে চমকেও যেতে পারেন। সম্পর্কে নতুন বাঁক আসবে আজ।

তুলা
শরীর শরীর সুন্দর রাখতে হলে একটু ব্যায়ামও করুন, শুধু ঘুমোলে চলবে না।
অর্থ আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন আজ। তাই আর্থিক দায় থেকে আজ বেশ কিছুটা হাল্কা লাগবে আপনার।
প্রেম ভালোবাসার মানুষটিকে কঠোর কথা বললে আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। ব্যস্ত সময়সূচির জন্য সঙ্গী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন, এবং তিনি আপনার উপর ক্ষেপেও যেতে পারেন।

বৃশ্চিক
শরীর স্বাস্থ্যই সম্পদ, মনে আছে তো? তাই চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে। নইলে কিন্তু বেশ সমস্যায় পড়বেন কয়েক দিনের মধ্যেই।
অর্থ উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। টাকা ব্যাঙ্কে রেখে যা লাভ পাবেন, তার থেকে বেশি লাভ হবে আজকের বিনিয়োগে।
প্রেম ভালোবাসলে তো অনেক কিছুই দুজনে মিলে সামলাতে হয়। তাই পারিবারিক চাপের মুখে নিজেরা ঠিক থাকার চেষ্টা করুন।

ধনু
শরীর স্বাস্হ্য ভালোই থাকবে। তাই সে দিকে বিশেষ চিন্তা করতে হবে না।
অর্থ সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রখবেন, অসতর্কতার কারণে কিছু লোকসান হবেই।
প্রেম সঙ্গীর কাছে কিছু লুকোবেন না। অশান্তি হতে পারে।

মকর
শরীর সুস্থ থাকতে চাইলে নেশা থেকে দূরে থাকুন। শরীর এবং মনকে চাঙ্গা রাখতে যোগাসনে মন দিন।
অর্থ দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে করতে পারেন আজ।
প্রেম কথা রাখার উপায় না থাকলে প্রিয়জনকে কথা দেবেন না। সমস্যা হতে পারে আপনাদের মধ্যে।

কুম্ভ
শরীর ঘরে কাজ করার সময়ে অসাবধানতা থেকে আজ দুর্ঘটনা ঘটতে পারে আপনার।
অর্থ অন্যের কথা শুনে বিনিয়োগ করতে যাবেন না। ক্ষতি হতে পারে।
প্রেম আজ মন খারাপের দিন। ঝগড়া বাড়তে দেবেন না। মিটিয়ে নিন।

মীন
শরীর রাস্তায় সাবধানে হাঁটাচলা করুন, দুর্ঘটনার সম্ভাবনা আছে।
অর্থ যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। লাভজনক হবে না।
প্রেম প্রতিবেশীর কথায় আজ সঙ্গী প্রভাবিত হতে পারেন, তাঁকে সঠিক বোঝানোর দায়িত্ব আপনার।

Previous articleট্রাকভর্তি ইট এল রবিবার সঙ্গে স্লোগান, জয় শ্রীরাম, সোমবার দুপুর থেকে ছড়াল অশান্তি
Next articleলাইভ:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here