“রাজ্য সরকারের উদ্যোগে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দিয়েই শেষ হল এবছর বাংলার দুর্গোৎসব। “দেশের সময়ঃ

0
761
রেড রোডের পুজো কার্নিভালে ৭৫টি পুজো কমিটি এবার অংশ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্কপ্রসূত দুর্গা কার্নিভালের এটি ছিল তৃতীয় বছর। শুরু হয়েছিল ২০১৬ সালে।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ রেড রোডে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হয়েছিল কার্নিভাল। ফোর্ট উইলিয়ামের সাউথ গেট থেকে শুরু করে একের পর এক দুর্গা মূর্তি পৌঁছে যাচ্ছে বাবুঘাট। আগত অতিথিদের এবং পুজো উদ্যোক্তাদের যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে না হয় তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছিল পুরো রাস্তাটা। তার পর থেকে ক্রমে বেড়েছে এর পরিসর এবং বর্ণময়তা। মঙ্গলবার সেই শোভাযাত্রা উপলক্ষেই সব পথ মিলে যায় রেড রোডে। চরম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল রাজপথ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের হয়ে শোভাযাত্রার সূচনা করেন বিধায়ক সুজিত বসু এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী অভিজিৎ। চিতোর দুর্গের আদলে হয়েছিল শ্রীভূমির মণ্ডপ। ১০০ জন রাজস্থানী শিল্পী এদিন ঘুমর নাচের তালে পূজো কার্নিভালের সূচনা করেন। একদিকে দেশবিদেশের অতিথিদের উপস্তিতি। অন্যদিকে সাধারণ দর্শক। তাঁদের সামনে কলকাতা শহরের সমস্ত পুরস্কারজয়ী পুজোর শোভাযাত্রা।
• কালীঘাটের যুবমৈত্রী ক্লাবের শোভাযাত্রায় উৎসাহের অন্ত ছিল না। এ পুজোর থিম ছিল উত্তরণ।
• নাকতলা উদয়ন সংঘের শোভাযাত্রায় নৃত্যে অংশ নিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
• নাকতলা উদয়ন সংঘের পুজোর এ বার বিষয় ভাবনায় নজর কেড়েছে অনেকের। চলতি বছরে ৩২ বছরে পা রাখল এই পুজো।
• উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীনের পুজোর থিম ছিল অন্তর্জাল।
• ৭৪ পল্লির সাবেকি প্রতিমায় মুগ্ধ হয়েছেন উৎসাহীরা। ১৯৫৫ সালে শুরু হয় এই পুজো।
• ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বজনীনের শোভাযাত্রায় পা মেলালেন পুজো কমিটির সদস্যরা। চলতি বছরে ৪৮ বছর বয়স হল এই পুজোর।
• বেহালা নুতন দলের পুজোয় ধাতব সামগ্রী দিতে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা।
• পদ্মপুকুর ইউথ ক্লাবের পুজো চলতি বছরে ৯৯তম বছরে পা রেখেছে।
• তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজোয় থিম ছিল আলোর পথযাত্রী। ৫৩ বছরে পড়ল এই পুজো
• বরানগরের নেতাজি কলোনির লো ল্যান্ড পুজো কমিটির থিম এবার লন্ডন। ৭৫ বছর ধরে শোভাযাত্রায় অংশ নিয়েছে আহিরীটোলা সর্বজনীন। তাদের এ বছরের থিম ছিল পুরনো জমিদার বাড়ি।
• একডালিয়া এভারগ্রিনের পুজো এ বারে ৭৬ বছরে পড়েছে। তাদের এ বছরের থিম তাঞ্জোরের শিব মণ্ডপ। কার্নিভালে অংশ নিয়েছে ৬৮ বছরের বালিগঞ্জ কালচারাল ক্লাবও।
মমতা বদ্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজেও ‘লাইভ’ দেখা যায় গোটা অনুষ্ঠানটি।

রাজ্য সরকারের উদ্যোগে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দিয়েই শেষ হল এবছর বাংলার দুর্গোৎসব।

Previous article“রেল দায় এড়াতে পারে না”-(সম্পাদকীয়)- ‘দেশের সময়’
Next articleসাতরাগাঁছি ষ্টেশনের ফুট ওভার ব্রীজে পদপিষ্ট ১৫, মৃত ২, রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মুখ্যমন্ত্রীর: দেশের সময়:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here