রাজভবনের কর্মসূচী শেষ করে সোমবার পুনরায় পথে নামছে বামেরা, পড়ুন বিস্তারিত

0
696

+ দেশের সময় ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে যখন দ্বিতীয় শক্তি হিসেবে নিজেদের প্রমান করতে মারিয়া বিজেপি, তখনই সিঙ্গুর থেকে রাজভবন লালঝান্ডার মিছিল প্রমান করেছে লড়াই চলছে। এবার সেই শক্তিকে পাথেয় করেই পুনরায় পথে নামার সিদ্ধান্ত নিলো সিপিএম। সোমবার প্রতিবন্ধী মানুষজনের দাবী আদায়ের লক্ষ্যে পথে নামছে বাম শক্তি। উদ্যক্তা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সন্মিলনী। সোমবার সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে রাণী রাসমনি রোডে যে কর্মসূচীকে বাস্তবে রুপ দেবে বামেরা। সিপিএম সূত্রে খবর, “প্রতিবন্ধীদের জন্য বিগত ২০১৬সালে সংসদে যে বিল পাশ হয়েছিল তা এখনও কার্যকর হয়নি”। “সাধারণত এই দাবী নিয়েই সোমবার শহরের রাজপথে শুরু হবে লাল ঝান্ডার মিছিল”। “পদযাত্রা শেষে রানী রাসমনি রোডে আয়োজিত হবে সমাবেশ”। রাজনৈতিক মহলের মতে, গেরুয়া শিবির নিজেদেরকে রাজ্যের প্রধান বিরোধী হিসেবে প্রমান করতে চাইলেও সহজে হার মানতে রাজি নয় সিপিএম। তাই লোকসভা নির্বাচনের আগে নিজেদেরকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে মারিয়া আলিমুদ্দিন। অতএব মিছিল ও সমাবেশের মাধ্যমে আবার রাজ্যে নিজেদের প্রতিষ্ঠা করতে কতটা সক্ষম হয় কমিউনিস্টরা, এখন সে দিকেই তাকিয়ে সকলে।

Previous articleবেজে উঠলো প্র‍াক্তনের ফোন, “আগামীকাল আসছেন তো”?
Next articleকংগ্রেস কে অতীত করে গেরুয়া মুখী অনুপম ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here