দেশের সময় ওয়েবডেস্ক: বিশ্বের প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলার অন্যতম উদাহরন ক্রিকেট। অতীতের বহু ইতিহাসকে বহন করে যা আজও প্রবাহমান। আর ইতিহাসের পাতা উল্টে দেখলে যার উল্লেখযোগ্য অধ্যায় ‘নেলসন’। এখন প্রশ্ন অতীতের এই কাহিনি হঠাৎ কেন উঁকি দিচ্ছে খবরের শিরোনামে? উত্তরে বলা যায় ক্রিকেটের মাঠে রচিত এই পুরনো অধ্যায় নতুন করে ফিরে এসেছে ভারতীয় ওপেনার রহিত শর্মার হাত ধরে। যিনি তিনটি ক্রিকেট ফরম্যাটে ইতিমধ্যেই সম্পুর্ন করেছেন তিনটি ১১১রানের ইনিংস। আর এই সংখ্যার রানই ইতিহাসে পরিচিত ‘নেলসন’ নামে। যা কিনা ক্রিকেটের ক্ষেত্রে অশুভ বলেই মনে করা হয়। এর পিছনে রয়েছে এক করুন ইতিহাস। শোনা যায়, ব্রিটিশ নেভির ফ্ল্যাগ অফিসার হোরেসিও নেলসন যুদ্ধ ক্ষেত্রে মৃত্যুর মুখে উপস্হিত হয়েছিলেন। পরবর্তীতে প্রানে বাঁচলেও খোঁজ পাওয়া যায়নি নেলসনের একটি চোখ একটি পা ও একটি হাতের। আর এই তিনটি অঙ্গকে ১১১সংখ্যার সাথে তুলনা করা হয়। যা ক্রিকেটের ক্ষেত্রেও অশুভ ইঙ্গিত বহন করে বলে এখনও মনে করেন অনেকে। তবে উল্লেখ্য বিষয় যত ম্যাচে ১১১রানের ইনিংস খেলেছেন সব খেলাতেই জয়ী হয়েছে ভারত।