যশোর রোডের আর এক নাম “সাহিত্য সরণী” ঃ নীলাদ্রি ভৌমিক: বনগাঁ ঃ উৎসবে রাজনৈতিক প্রচার তুঙ্গে , মহানবমী অর্থাৎ পুজোর শেষ আনন্দটুকু ভাগ করে নিতে, সীমান্ত শহর বনগাঁর যশোর রোড সংলগ্ন অভিযান সংঘের পুজো প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও রাজনৈতিক দল সিপিআই, সি পি এম, এস ইউ সি আই, গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি থেকে লিটল ম্যাগাজিনের স্টল করা হয়েছে। যেখানে বিভিন্ন লিটল ম্যাগাজিনের সম্ভার। উৎসব উপলক্ষে বনগাঁ থেকে প্রকাশিত হয়েছে.দৈনন্দিন, অন্বেষা, কিন্নর দল, কবিতা আশ্রম, হিন্দোল, সুচেতনা, শুঁয়োপোকা, চিলেকোঠা, পার্থিব, ঋ, এপিডিআর-এর মানবাধিকার বিষয়ে পত্রিকা সাধিকার বিক্রি ও পাঠকদের সাহিত্য পত্রিকা নিয়ে উৎসাহ লক্ষ্য করা গেছে। জয়ন্ত বিশ্বাস সম্পাদিত কাশফুল বিষয় ও বিন্যাসে নজর কেড়েছে।পত্রিকার স্টলগুলিতে প্রবীণ থেকে নবীন কবি- সাহিত্যিকদের জমাটি আড্ডাও উৎসবের অন্যতম অঙ্গ হয়ে বিরাজমান। মলয় গোস্বামী, স্বপন চক্রবর্তী, জলধি হালদার, দেবাশিস রায় চৌধুরী, বিভাস রায়চৌধুরী, অর্ঘ্য মন্ডল, বাবলু রায়, শ্যাম রায়, অন্যকথা পত্রিকার অন্যতম সম্পাদক বিশ্বজিত ঘোষরা নবমীর ছুটির দিনটিকে সাহিত্য আড্ডায় স্টলগুলি জমিয়ে রাখলেন। এছাড়াও, দৈনন্দিন সম্পাদক সীমান্ত মৈত্র, কবিতা আশ্রমের রণবীর দত্ত. ,কিন্নর দল পত্রিকার সম্পাদক কবি সমরেশ মুখোপাধ্যায় থেকে তরুণ সম্পাদক অর্মত্য বিশ্বাস, প্রিয়ব্রত দত্ত,রুদ্রপ্রসাদ ঘোষেরাও নিজের পত্রিকা চিলেকোঠা, পার্থিব, শুঁয়োপোকাএবং পঙ্কজ সরকার তাঁর সম্পাদিত ঋ পত্রিকা নিয়ে হাজির। এককথায় পুজোর আলোয় এবারও বনগাঁ জুড়ে সাহিত্যের নির্মল আলোর স্বাদ পেলেন, সাহিত্য প্রেমীরা। অন্যদিকে, রাজনৈতিক দলগুলিও দলীয় মুখপত্র সহ প্রচার পুস্তিকা নিয়ে পুজোর তিন দিন সাধ্যমতো প্রচার সাড়লেন । এক কথায় বনগাঁর ঐতিহ্যপূর্ণ যশোর রোড, শারদ উৎসবের এইদিন গুলিতে প্রতি বছরের মত এবারও ‘সাহিত্য সরণী`তে পরিণত হয়েছিল ৷ দেশের সময়: