মুক্তি পেতে চলেছে সুন্দরী

0
791

শ্রীময়ী সেন, দেশেরসময়: এক সাধারণ মানুষের চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখা ও ভাঙ্গা গড়ার গল্পের শেষে কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়ানো এই নিয়ে পরি চালক রাজ মুখার্জ্জীর আগামী ছবি সুন্দরী৷আগামী ৭ই ডিসেম্বর বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।প্রযোজনায় অপূর্ব হালদারের অর্চনা প্রোডাকশন,পরিচালনায় রাজ মুখার্জী, চিত্রগ্রাহক নয় নমনি ঘোষ, সম্পাদক অমিত দেবনাথ, সঙ্গীতে শুভজিৎ দেব।অভিনয়ে আছেন রাজপাল যাদব, প্রিয়াংশু চ্যাটার্জী, বিশ্বনাথ বসু,পরান ব্যানার্জী, সমীর বিশ্বাস,, বিদ্যা শ্রী ও রিম ঝিম দাস| নতুন ভাবনা ও পারিচালনা র গুনে সকল দর্শ কের মন কাড়বে ছবিটি,

Previous articleকম্পার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে মাধ্যমিকে পাশের সুযোগ দিল দুই বোর্ড, জানতে পড়ুন
Next articleপ্লাস্টিক উদ্ধারে কার্যত দিশেহারা বিধাননগর পুরসভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here