দেশের সময়,বনগাঁ: চলন্ত ট্রাকের উপর গাছের মোটা ডাল ভেঙে মৃত্যু হল এক ট্রাকচালকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর২৪পরগনার বনগাঁ চাকদা সড়কের কালিবাড়ি এলাকায়।
মৃত চালকের নাম টোটন বিশ্বাস। (২২) ।বাড়ি বনগাঁ জয়পুর মাঠপাড়া এলাকায়।
ঘটনার জেরে প্রায় এক ঘন্টা
বনগাঁ চাকদা সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পরে। ঘটনাস্থলে পুলিশ এসে গাছের ডাল সরিয়ে দিলে যান-বাহন চলাচল স্বাভাবিক হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রাকটি বনগাঁ চাকদা সড়ক ধরে পেট্রোল সীমান্তের দিকে যাচ্ছিল। হঠাৎই রাস্তার পাশের সিরিস গাছের একটি মোটা ডাল ট্রাকের উপর ভেঙ্গে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় মানুষ ছুটে আসেন এবং গুরুতর যখম চালককে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, চাকদহ রোডের পাশে অনেক প্রাচীন শিশু (শিরিস)গাছ রয়েছে। গাছগুলির প্রচুর ডাল শুকিয়ে বিপদজনক অবস্থায় রয়েছে। পিডব্লুডি কে বারবার গাছের ডাল কেটে দেওয়ার আবেদন জানালেও তারা কর্ণপাত করেননা। গাছের বিপদজনক ডাল গুলি নিয়ে আতঙ্কে থাকেন বাসিন্দারা।চোখের সামনে প্রায়ই এরকম শুকনো বড় ডাল ভেঙ্গে পড়ছে, দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ পথ চলতি মানুষ কিন্তু কোন হুশ নেই পুলিশ প্রশাসনের৷
স্থানীয় ব্যবসায়ী অনিমেষ তরফদার বলেন গাছের মৃতপ্রায় ডালগুলি বিপদজনক অবস্থায় রয়েছে দির্ঘদিন ধরে, এই নিয়ে আমরা সব সময় আতঙ্কে থাকি। প্রশাসন কে বারবার অনুরোধ করেছি গাছের ডালগুলি কাটার জন্য। আমাদের কথায় কর্ণপাত না করায় আজ এই দুর্ঘটনা ঘটলো।
প্রসঙ্গত , বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকা যেখানে যশোর রোড এবং মিলিটরি রোডের সংযোগ স্থল,ঠিক সেখানেই একটি শিরিস গাছের বড় ডালের প্রায় অর্ধেক অংশ কাটা অবস্থায় ঝুলচ্ছে প্রায় এক বছর ধরে৷
স্থানীয় ব্যাবসায়ীরা লিখিত আবেদন করেছিল বনগাঁ পুরসভা এবং প্রশাসনের কাছে কিন্তু দিনে দিনে বিপদের মাত্রা বাড়লেও কেউ ঘুরেও তাকায়নি আজও ওই অর্ধেক কাটা ডালটির দিকে একথা জানিয়ে স্থানীয় ব্যাবসায়ীরা ক্ষোভের সঙ্গে বলেন, পথ চলতি সাধারণ খেটে খাওয়া মানুষ মরলে বড়বড় বাবুদের কি যায় আসে! বনগাঁর কিছু বৃক্ষ প্রেমী মানুষেরা দেখি গলায় পৈতের মতো কাগজের বোর্ডে লিখে প্রচার করেন গাছ কাটবেন না, গাছ লাগান তাঁরা এখন কোথায় ? তাঁদের কাছে অনুরোধ এই ভয়ঙ্কর ভাবে অর্ধেক কাটা অবস্থায় গাছের ডালের নীচে এসে ১ঘন্টা বসে ব্যাবসা করে দেখান বুঝবো কতটা বুদ্ধির জোড় আপনাদের৷
বনগাঁর পুরপ্রশাসক গোপাল শেঠ বলেন গাছের ডাল ভেঙ্গে পড়ে ট্রাক চালকের মৃত্যুর ঘটনা খুবই দুঃখ জনক, যশোর রোডের দু’ধারে সমস্ত গাছের মৃতপ্রায় বা শুকনো ডাল অতি শীঘ্র কেটে তা পরিষ্কার করে সাধারণ মানুষকে বিপদ মুক্ত করতে হবে এই মর্মে একটি চিঠি পিডব্লুডি কে দিয়েছি, সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট দফতর কোন ব্যাবস্থা না নিলে বনগাঁ পুরসভার পক্ষ থেকে ব্যাবস্থা গ্রহণ করা হবে, যাতে গাছ বাঁচিয়ে গাছের শুকানো ডাল কেটে সর্বস্তরের মানুষকে বিপদ মুক্ত করা যায়৷