ভারত দ্রুত গতিতে এগোচ্ছে , অসৎ স্বার্থে যত অশান্তি, দাবি মোদীর

0
292

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশজুড়ে নতু নাগরিকত্ব আইন নিয়ে উত্তাপ। আন্দোলনে আন্দোলনে উত্তাল গোটা দেশ। একই সঙ্গের দেশের বেহাল আর্থিক দশা নিয়ে সরব নানা মহল। এসবের মধ্যে প্রধানমন্ত্রীর দাবি, দেশ ঠিক পথেই চলছে। দ্রুত উন্নতির দিকেও এগোচ্ছে। দেশে যত গোলমাল হচ্ছে তার পিছনে কাজ করছে এক শ্রেণির অসৎ উদ্দেশ্য।

মঙ্গলবার চেন্নাইতে তামিল পত্রিকা ‘তুঘলক’-এর অনুষ্ঠানে ভিডিওয় বক্তৃতা দেন প্রধা‌নমন্ত্রী। আর সেখানেই তিনি বলেন, ভারত দ্রুত গতিতে উন্নয়নের পথে এগোচ্ছে। একদিন যা যা অসম্ভব বলে মনে হত তার সবই এখন বাস্তবায়িত হচ্ছে। তা সত্বেও কিছু অসৎ উদ্দেশ্যে দেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। অশান্তি জিইয়ে রাখা হচ্ছে।

দেশ কীভাবে উন্নতির পথে এগোচ্ছে তার বিবরণও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৩৭০ ধারার বিলোপ হয়েছে, তিন তালাক নিষিদ্ধি হয়েছে, গোটা দেশে এক কর ব্যবস্থা লাগু হয়েছে। এসবকে একদিন অসম্ভব বলে মনে হত কিন্তু আজ তা বাস্তবে হয়েছে। কিন্তু একদল মানুষ এই উন্নয়নকে সহ্য করতে পারছেন না। আর তারাই মানুষকে ভুল পথে চালিত করছে, ভুল বোঝাচ্ছে।

মোদীর মুখে এহেন বক্তব্য অবশ্য নতুন নয়। এদিন নতুন নাগরিকত্ব আইন নিয়ে কোনও কথা না বললেও এই ইস্যুতে বিরোধীরা নাগরিকদের ভুল বোঝাচ্ছেন বলে আগেই মন্তব্য করেছেন তিনি। রাজ্য সফরে এসেও তাঁর গলায় এমন সুর শোনা গিয়েছে। বিরোধীদের অবশ্য দাবি, মোদীই দেশের অর্থনৈতিক অবস্থা ও নাগরিকত্ব আইনের উদ্দেশ্য নিয়ে ভুল বোঝাচ্ছেন।

Previous articleমানুষের অধিকার কাড়ছে কেন্দ্র, টিএমসিপি–র ধর্না মঞ্চে তোপ দাগলেন মমতা
Next articleউল্টোপুরাণ: মকর সংক্রান্তিতে কমে গেল ঠান্ডা! গঙ্গাসাগর সহ কলকাতার বিভিন্ন ঘাটে চলছে পূণ্যস্নান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here