বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০১ তম জন্মদিনের কিছু মুহুর্ত দেখুন দেশের সময় এর ক্যামেরায়

0
1081

দেশের সময়ঃকলকাতা:

বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০১ তম জন্মদিন উপলক্ষে শংকর বাড়িতে ২৭ শে জুন বিকেলে বসেছিল চাঁদের হাট৷ সম্পূর্ণ পারিবারিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমলা শঙ্করের কন্যা নৃত্য শিল্পী ও অভিনেত্রী মমতা শংকর, পুত্রবধূ তনুশ্রী শংকর ও তাদের পুত্র কন্যা সকলেই৷ উপস্থিত ছিলেন কৃষ্ণা বসু, সাহিত্য জগতের শংকর, নবনীতা দেব সেন৷

এছাড়াও শিল্প ও সংগীত জগতের আরোও বিশিষ্ট মানুষজন৷সকলের উপস্থিতিতে অমলা শঙ্করের হাত থেকেই প্রকাশ করা তার স্বামী ও শিক্ষক উদয় শংকর পরিচালিত বিখ্যাত ছবি ‘কল্পনা’ র একটি বই৷ উদয়শঙ্কর পরিচালিত একটি নৃত্যানুষ্ঠানও পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন মমতা শঙ্করের স্বামী চন্দ্রোদয় ঘোষ৷ ছবি তুলেছেন-অর্পিতা দে৷

Previous article‘চির উন্নত মম শির ‘ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে কবি নজরুল ইসলাম কে শ্রদ্ধা জানালেন বনগাঁর কবি- সাহিত্যিকেরা
Next articleবাগদায় বধু খুনের অভিযোগে স্বামীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল বনগাঁ আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here