বনগাঁয় ইছামতীতে স্নান করতে নেমে জলে ডুবে গেল এক স্কুল ছাত্র

0
2872

দেশের সময়: বনগাঁ: নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হলো কৌশিক রুদ্র নামে এক ছাত্র। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে বনগাঁর ইছামতী নদীতে। নিখোঁজ ছাত্র বনগাঁ হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া।

পরিবার সূত্রে জানা গেছে, সাধারণত সে নদীতে স্নান করতে যায় না। সাঁতারও জানে না। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ প্রতিবেশী দুই বন্ধুর সঙ্গে ইছামতি নদীর রায়ব্রিজ সংলগ্ন ঘাটে স্নান করতে নামে সে। কিছুক্ষণের মধ্যেই সে জলে ডুবে যেতে থাকে।

তার বন্ধুরা এটা দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তারাই বাড়িতে খবর দেয়। পরে ডুবুরি এনে এবং পুরসভার ব্যবস্থাপনায় জাল ফেলে তার দীর্ঘক্ষণ খোঁজ করার পর বিকাল ৪টে নাগাদ তার দেহ উদ্ধার করেন ডুবুরিরা। এই ঘটনায় বনগাঁ জয়পুর এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ কান্নায় ভেঙে পড়েন তার পরিবার এবং প্রতিবেশিরা।

Previous articleলাইভ : হুগলির ভদ্রেশ্বরে নির্বাচনী জনসভায় মমতা
Next articleতীব্র গরমে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here