প্লাস্টিক উদ্ধারে কার্যত দিশেহারা বিধাননগর পুরসভা

0
716

দেশের সময়ওয়েবডেস্ক: সাফাই-এর উদ্দেশ্যে খোলা হয়েছিল নালা। পরবর্তী চিত্রটা ভাবিয়ে তোলার বিষয়। যে পরিমান প্লাস্টিক সেখানে জমা হয়ে রয়েছে, তা উদ্ধারে কার্যত দিশেহারা বিধাননগর পুরসভা। জানাগেছে, আধুনিক পদ্ধতির মাধ্যমে প্লাস্টিক নষ্ট করার যে উদ্যগ নেওয়া হয়েছে তার কাজ শুরু করতে আরও কিছুটা সময় লাগবে। তাই আপাতত পুরনো পথই অবলম্বন করবে পুরসভা। আর সেই কাজ শুরু করতেই বিপত্তি। প্লাস্টিক উদ্ধারে নালায় নেমে কয়েক জন পুরকর্মী অসুস্হ হয়েছেন বলে খবর। বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পুরকর্তারা জানিয়েছেন “আগামীতে সব কিছু ভাবনা চিন্তা করে ব্যবস্থা গ্রহন করা হবে”। স্হানীয়দের দাবী, “নিয়মিত পরিস্কারের কাজ চললে এই অবস্হা হতো না”। তবে পুরসভা জানাচ্ছে, “স্হানীয়দের যেন কোন সমস্যা না হয় তা মাথায় রেখে কাজ করতে হচ্ছে”। সবমিলিয়ে কোন পথে এগোবে পুরসভার নাকাশি ব্যাবস্হা তা ঠিক করতেই চিন্তারর ভাঁজ পুরকর্তাদের মাথায়।

Previous articleমুক্তি পেতে চলেছে সুন্দরী
Next articleকৈলাশের বিরুদ্ধে আদালতে অভিষেক, পড়ুন বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here