দেবন্বীতা চক্রবর্তী, পেট্রাপোল: ঠাকুরনগর মেলায় বেড়াতে এসে হারিয়ে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের বৃদ্ধা শুভঙ্করী গুছাইত। অবশেষে পুলিশের প্রচেষ্টায় পরিবারের হাতে তুলে দেওয়া হলো ওই বৃদ্ধাকে।
জানা গেছে ঠাকুরনগরের মেলা উপলক্ষে প্রতিবছরই পশ্চিম মেদিনীপুর থেকে একটি দল ঠাকুরনগরের একটি বাড়িতে আসেন। সেখান থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়ি তে গিয়ে কামনা সাগরে স্নান করা সহ অন্যান্য কাজ সারেন। এবারে সেই দলে এসেছিলেন শুভঙ্করী।
স্নান সেরে দলের সবাই মেদিনীপুরে ফিরে গেলেও থেকে যান শুভঙ্করী। এ ব্যাপারে সেই সময়ে গাইঘাটা থানায় একটি ডায়েরি করা হয় । এদিকে, রবিবার পেট্রাপোল থানার ফ্রেন্ডস ক্লাবের সামনে ইতস্তত ঘুরতে দেখা যায় এক বৃদ্ধাকে। ক্লাবের ছেলেরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরে জানা যায়, তিনিই ঠাকুরনগরে এসে হারিয়ে গিয়েছিলেন।পুলিশের প্রচেষ্টায় বাড়ির সন্ধান পেযে় খবর দেওয়া হয় বাড়িতে। অবশেষে সোমবার বিকেলে এসে নিজের মাকে ফিরিয়ে নিয়ে যান ছেলে সন্দিপ। হারিয়ে যাওয়া মাকে ফিরে পেয়ে খুশি তিনি।