নিম্ন চাপের বৃষ্টিতে, জবা ফুলের দাম হবে এবার আকাশছোঁয়া।

0
901

দেবাশীষ মন্ডল, দেশের সময়ঃউত্তর ২৪ পরগনা।—আর মাত্র কয়েক টা দিন পরে বাঙালির আরও একটি উৎসব কালিপুজো।আর এই কালিপুজো কে কেন্দ্র করে মেতে উঠবে সারা রাজ্যের মানুষ। কালি পুজোর আগে নিম্নচাপের বৃষ্টির ফলে তাপমাত্রা কমে যেতে পারে,ফলে ফলন অনেক কম হবে। সাধারনত ঠান্ডা বেশী পড়লে জবা ফুলের ফলন অনেক কমে যায় বলছেন কৃষকরা। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ঠাকুরনগরের জবা চাষী দারকানাথ বিশ্বাস ও হাবড়া ১ নং ব্লকের রাজবল্লভপুর গ্রামের জবা চাষী রবীন দাস বলেন কালি পুজোর সময় প্রতি বছর জবা ফুলের দাম থাকে ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি হাজার। এ বছর পুজোর আগে নিন্মচাপের বৃষ্টির ফলে ঠাণ্ডা পড়তে শুরু করেছে, ফুলের ফলন কমে যাওযার কারনে বাজার দর বাড়তে শুরু করেছে। ফরিদকাটি গ্রামের কৃষক উত্তম বিশ্বাস বলেন এখন বিঘা প্রতি দৈনিক ৪ হাজার ফুল হচ্ছে। গরমের সময় প্রায় ৮ থেকে ৯ হাজার ফুল হয়। বাজারে জবা ফুলের জোগান কমে যাওয়ায় প্রতি দিন একটু একটু করে দাম বাড়ছে জবা ফুলের। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকে জবা ফুলের চাষ বেশী হয়। গাইঘাটা কৃষি দপ্তর সুত্রে জানা গেছে ব্লকে প্রায় ৩৫০ হেক্টর জমিতে জবা ফুলের চাষ হয়। চফুলের চাষ কে কেন্দ্র করে ঠাকুরনগরে তৈরি হয়েছে জেলার বড়ো ফুলবাজার। অনেক ব্যবসায়ী বেশী লাভের আশায় ফুল স্টোরে রা়খতে শুরু করে়ছেন।ঠাকুরনগরের ফুল ব্যবসায়ী সমীর বালা বলেন প্রতি ব়ছর কালি পুজোর সময় পাঁচশো থেকে ছশো টাকা প্রতি হাজার হয়। এবার দাম আরো বাড়তে পারে। ইতিমধ্যে ২০০ টাকা হয়ে গেছে। সব মিলিয়ে মায়ের পায়ের জবা ফুলের দাম এবার হবে আকাশছোঁয়া।

Previous articleনেশার টাকা চেয়ে না পেয়ে ঘুমন্ত ভাইকে খুন করল দাদা:
Next articleদীপান্বিতার দ্বীপ-জ্বলে উঠল উত্তর২৪পরগনায়ঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here