নমঃশূদ্রদের জন্য একটি পৃথক বোর্ড গঠন করা হবে। মমতা:

0
722

দেশেরসময় ওয়েবডেস্ক:বৃহস্পতিবার উত্তরবঙ্গের উত্তরকন্যা দফতরে নমঃশূদ্র প্রতিনিধি দলের সঙ্গে তাদের দাবি-দাওয়া নিয়ে একান্তে বৈঠক করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, অতি শীঘ্র রাজ্যে নমঃশূদ্রদের জন্য একটি পৃথক বোর্ড গঠন করা হবে। এই বোর্ড গঠন হওয়ার পর, আর্থিক ও সামাজিক দুই দিক থেকেই উপকৃত হবেন তাঁরা। নমঃশূদ্র সংগঠনের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায়, খুশি আলোচনায় অংশ নেওয়া সংগঠনের নেতৃত্ব। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সাড়ে আট কোটি মানুষের মধ্যে দু’কোটি ৮৭ লক্ষ নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ রয়েছেন। আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে, শাসকদল তৃণমৃল কংগ্রেস অনেকটাই মাইলেজ পাবে, বলে রাজনৈতিক মহলের অনুমান। রাজ্য সরকারের এই ঘোষণার পর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের উচ্ছ্বাস লক্ষ্যণীয়৷ প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর সরকারি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে আসছেন। একই সঙ্গে মতুয়া সম্প্রদায়ের সর্বময় কর্ত্রী বীণাপাণি দেবী ওরফে বড়মার জন্মশতবর্ষ উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সভাতেও মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে বড়মাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ইতিমধ্যেই সেই সভার প্রস্ততিও জোরকদমে শুরু হয়েছে। এরই মাঝে মুখ্যমন্ত্রীর বোর্ড গঠনের সংবাদে প্রবল উদ্দীপনায় কর্মীরা সভা সফল করতে পথে নেমে পড়েছন। দলের পক্ষ থেকে অশতীপর বৃদ্ধা বড়মা যাতে সভা মঞ্চে উপস্থিত থাকেন, তার জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা পাকা।

Previous articleঅসমের তিনসুকিয়ায় জঙ্গি হামলায় নিহত ৫। মৃতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য।
Next articleজঙ্গিদের ছোঁড়া গুলিতে মৃত্যু হল বিজেপির রাজ্য সম্পাদক অনিল পারিহার ও তাঁর ভাই অজিতের:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here