দেশের সময় ওয়েবডেস্ক ঃকলকাতার সব থেকে উঁচু বহুতল, চৌরঙ্গি রোডের নির্মীয়মাণ ‘দ্য ৪২’–র দুটি তলায় আগুন লাগল। আগুন লাগে বিকেল পাঁচটা নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রাথমিকভাবে দমকল জানিয়েছে, বহুতলটির আটতলায় প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে ৯ তলায়। ওই তলায় বাইরের অংশে নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও কাজের সময় দুর্ঘটনাবশত আগুন লেগে যায় আটতলার বাইরে রাখা নেটের মধ্যে। আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকল। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিস। পৌঁছেছেন দমকল আধিকারিকরা। রয়েছে অ্যাম্বুল্যান্সও। ‘দ্য ৪২’–র আশপাশের বহুতলগুলি বাড়িটি থেকে অনেকটা দূরে বলে আগুন ছড়ানোর আশঙ্কা নেই। ‘দ্য ৪২’–র অন্যান্য তলায় চলা নির্মাণ কাজ থামিয়ে দেওয়া হয়েছে। বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থাও কাজে দিয়েছে বলে জানিয়েছে দমকল। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এখন। ছবি- সংগৃহীত,