ববি বন্দোপাধ্যায় এর ছবি চতুর্থ রিপু দেখলাম… মানুষের জীবনে ছয়টি রিপু… কাম, ক্রোধ, লোভ,মোহ,মদ,মাৎসর্য.. সুতরাং চতুর্থ রিপু হল মোহ( obsession)এই গল্পের নায়ক ঋত্তিক( শিলাজিৎ মজুমদার) মধ‍্য বয়সী তার ভিতরে এখন(mid age crisis / mid age obsession) বিদ‍্যমান। ঋত্তিক যখন জন্মেছে তখন গ‍্যজেট ছিলনা কিন্তু এখন কার জীবন ধারায় গ‍্যজেট সফটওয়্যার ভীষন ভাবে সম্পৃক্ত.. বিভিন্ন destructive সফটওয়্যার যেমন Blue wheal রা তরুন প্রজন্ম কে এমন ভাবে আকৃষ্ট করছে তাতে তারা নিজেরাই আত্মহত্যা করছে জীবনে র প্রতি যেন তাদের কোন মোহ নেই । ঋত্তিক কেও এখন গ‍্যজেট সফটওয়্যার নিয়ে জীবনে এগোনোর চেষ্টা করতে হচ্ছে. .. সে computer এর কাছে খুঁজতে থাকে এমন কোনো সফটওয়্যার হবে কিনা যাতে তার আকাঙ্খা ও স্বপ্ন পূরণ হতে পারে… এই ছবি চতুর্থ রিপু তে…পরতে পরতে সেটাই দেখতে পেলাম… সত্যি কি সেটা সম্ভব সফটওয়্যার কি সেটা পারবে না আমাদের জীবনে মানবিক সত্তা গুলো ই বেঁচে থাকবে।আর সেটাই আমাদের জীবনে শাস্বত সত‍্য।।
পরিচালক ববি বন্দোপাধ্যায় এর পরিচালনা র গুনে এই ছবি একটা অন‍্য মাত্রা ছুঁয়েছে. প্রত্যেক শিল্পী র অভিনয় অসাধারণ.. চিত্রগ্রহণ ও লোকেশন দেখার মত.. বাঙালি দর্শক দের এই ছবি অনেক দিন মনে থাকবে ও সত্যি ভালো লাগবে।
পরিচালক কে ধন্যবাদ..এ রকম সুন্দর একটি ছবি বানানোর জন্য।।
শ্রীময়ী সেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here