ঘূর্ণিঝড় ‘ফেতাই’–এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি, বাড়বে শীত

0
707

দেশের সময় ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফেতাই’–এর প্রভাবে আজ, সোমবার ভোর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি , রবিবার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, আকাশে মেঘ থাকায় কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তাতে হাওয়ায় বাড়বে শীতের আমেজ। মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত কমবে। বাড়বে শীত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মেঘলা আকাশের কারণে সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও বেশ খানিকটা নেমে গেছে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় হাওয়ায় শীতের আমেজ বেড়েছে। সোমবারও সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান থাকবে বেশ কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। মঙ্গলবার বৃষ্টি হবে। আরও কমবে সর্বনিম্ন তাপমাত্রা। ফিরবে শীত। এদিকে দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘‌ফেতাই’‌ মধ্য বঙ্গপোসাগরে কিছুটা ডান দিকে বাঁক নেবে। সোমবার দুপুরে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার কাছাকাছি অঞ্চলে স্থলভাগে ঢুকবে। তার আগেই এটির শক্তি কমতে শুরু করবে। স্থলভাগে ঢোকার পর সেটি ওডিশার দিকে এগোতে এগোতে পরিণত হবে নিম্নচাপে। এর প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। মাঝেমধ্যে ঠান্ডা ঝোড়ো হাওয়াও বইতে পারে। মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার মেঘ কেটে গিয়ে রোদ উঠলেই দ্রুত নামতে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২–১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতার মতোই দ্রুত পারদ নামবে দক্ষিণবঙ্গের সর্বত্র। জমিয়ে উপভোগ করা যাবে শীত। হাওয়া অফিসের সূত্রের খবরে,বড়দিনের আগে আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ্দুরের আশায় রয়েছেন বঙ্গবাসী৷

Previous articleদলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে  আলেসান্দ্রো 
Next article১৯৮৪-র শিখ দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারকে,যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল্লি হাইকোর্টের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here