কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে বাঙালিদের গৃহকোণ:

0
415

বুধবার কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে বাঙালিদের গৃহকোণ। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পাচ্ছে চালের গুঁড়ো, আলপনায় লক্ষ্মীর ছাপ। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পুজো করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এই পুজো হয়ে থাকে। এই উপলক্ষ্যে ঘরের লক্ষ্মীরা উপবাস ব্রত পালন করেন। সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্জ্বলন করা হয় প্রদীপ।‌

Previous articleশর্ত মেনে আতসবাজি বিক্রিতে ও পোড়ানোয় নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশ্ন উঠেছে বাজির দাপট কমবে কি?দেশের সময়ঃ
Next articleসচিন তেন্ডুলকরকে টপকে ওয়ান ডে ইন্টারন্যাশনালে দ্রুততম ১০হাজারি কোহালি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here