কালীক্ষেত্র দক্ষিণেশ্বর থেকে কালীঘাট , তারাপীঠ , কামাখ্যা – দিকে দিকে মাতৃ আরাধনা , জোয়ারের জলে স্নান মায়ের , সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় মন্দির চত্বরে

0
75

দেশের সময় : আজ কালীপুজো। শহর তথা রাজ্য- দিকে দিকে চলছে মাতৃ আরাধনা ।

কালীপুজোয় প্রস্তুত কালীক্ষেত্র দক্ষিণেশ্বর। আজ সোমবার অমাবস্যায় হবে মায়ের বিশেষ পুজো। লাখো দর্শনার্থীর ভিড়ের পূর্বাভাস নিয়ে প্রস্তুত পুলিশ প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ। কালীপুজো উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। সকাল ছ’টায় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। দু’টি প্রবেশপথ এবং একটি বাহির পথ দিয়েই দর্শনার্থীরা ঢুকবেন এবং বেরোবেন।

পুলিশের তরফে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মন্দির এবং আশপাশের অঞ্চল জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন থাকছে। ছিনতাই, ইভটিজিং রুখতে থাকছে সাদা পোশাকের পুলিশ। গঙ্গাবক্ষে রিভার ট্র্যাফিক পুলিশ টহল দেবে। থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালাবে পুলিশ। মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবকরাও নজরদারি চালাবেন৷ ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন, ‘দক্ষিণেশ্বর মন্দিরের নিরাপত্তায় একজন ডিসি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে আড়াইশোর উপরে পুলিশ মোতায়েন থাকবে।’

কালীপুজোর বিশেষ পুজো শুরু হবে রাত সাড়ে দশটায় গঙ্গায় ঘট স্নানের পর। প্রচলন রয়েছে, ওই সময় রাতে জোয়ারের জলে ঘট ডুবিয়ে তা মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং ওই জল দিয়ে মাকে স্নান করানোর পর শুরু হয় পুজো। এ বারও তাই হবে। বিশেষ বেনারসি শাড়ির সঙ্গে প্রচুর সোনার গয়নায় সাজবেন মা৷ পাঁচ রকমের মাছ, পোলাও, খিচুড়ি এবং পায়েস ভোগ নিবেদন করা হবে৷ পুজো শেষে রাত দেড়টা নাগাদ শুরু হবে যজ্ঞ। তার পর হবে অঞ্জলি। দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী বলেন, ‘১৭০ বছর ধরে যে নিয়ম মেনে মায়ের পুজো হয়ে আসছে এ বারও সেই নিয়মেই পুজো করা হবে।’

এদিন সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভিড় জমিয়েছে ভক্তরা। কালীঘাট, তারাপীঠ , তারকেশ্বর, কামারপুকুরে প্রতি বছরের মতোই এবারেও এই পুণ্য তিথিতে চেনা ছবি দেখা গেল।

এদিন ভোর থেকেই তারাপীঠে বহু মানুষ এসেছেন। সিদ্ধেশ্বরী মায়ের পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ  হওয়ার আশা নিয়েই এসেছেন তাঁরা। বেলা যত গড়াচ্ছে, ভিড় আরও বাড়ছে।

কালীপুজোর ভোরবেলা  বিশেষ আচার মেনে দেবী শিলাব্রহ্মময়ীর পুজো করা হয়। সকালে স্নান করিয়ে দেবীকে রাজবেশে সাজানো হয়। পরানো হয় চুনরি, রাজবেশে, অলঙ্কারে সাজিয়ে তোলা হয় মা-কে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি ও নিত্যপুজো সম্পন্ন হয়। ভোরবেলা দেবীর উদ্দেশে নিবেদন করা হয় শীতল ভোগ। সেই ভোগে থাকে ছোলা, মুড়কি, মিষ্টি, ফল, সরবত এবং মিছরি ভেজানো জল।

দেবীকে রাজবেশে সাজানোর পর মন্দির চত্বরে ঢাকের তালে, মন্ত্রপাঠে আর আলোর ঝলকে ভরে ওঠে সকাল। ভক্তরা প্রত্যুষে উপস্থিত হয়ে মা-র দর্শন করে আশীর্বাদ প্রার্থনা করেন।

রবিবার মধ্যরাত থেকেই কালীঘাট, দক্ষিণেশ্বরে মন্দির চত্বরে ডালা হাতে লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা। দূরদূরান্ত থেকে এসেছেন অনেকেই।  কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে মন্দির চত্বর।

দক্ষিণেশ্বরে সকাল ৬টা থেকে শুরু হয়েছে পুজো। কোনওরকম দুর্ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে নজরদারি। মন্দির ও আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, করুণাময়ী কালীবাড়িতে শুরু হয়ে গেছে কুমারী পুজো। নিষ্ঠা মেনেই চলছে পুজো। 

নৈহাটির বড়মা ভক্তদের কাছে এক অন্যরকম আবেগ। এখানেও সাড়ম্বরে চলছে পুজোর প্রস্তুতি। শতবর্ষ পেরিয়ে এবার ১০২ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। কালীপুজোর রাতে বড়মাকে  এক ঝলক দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় করেন মন্দির চত্বরে। এমনও বিশ্বাস আছে,  বড়মার কাছে কিছু চাইলে, তিনি ভক্তদের খালি হাতে ফেরান না। তাই শুধু নৈহাটি নয়, আশপাশের এলাকা এমনকি দূর-দূরান্ত থেকেও মানুষ আসেন এই পুজোয় অংশ নিতে।

সকাল থেকেই ভক্তদের সমাগম শুরু হয়েছে এখানে, কালীপুজোর রাতে ঠিক ১২টায় শুরু হবে মূল পুজো। রাত ২টো ৩০ মিনিটে অঞ্জলি দেওয়া যাবে। এরপর শুরু হবে ভোগ ও প্রসাদ বিতরণ।

Previous articleKali Puja2025নদিয়ায় জমজমাট কালীপুজো! থিমের দৌড়ে দুরন্ত টক্করে বাজিমাত করল শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার : দেখুন ভিডিও
Next articleপান কেষ্ট থেকে ফাটা কেষ্ট – শুধু ইতিহাসের পাতায় নয় নস্ট্যালজিক বাঙালির কাছে আজও সমানভাবে জনপ্রিয় ফাটা কেষ্টর কালীপুজো : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here