করোনা আক্রান্ত রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ

0
471

দেশের সময় ওয়েব ডেস্কঃ করোনার দাপট অব্যহত! আইপিএলেররাজস্থান রয়্যালস দলের ফিল্ডিং কোচদিশান্ত ইয়াগনিক করোনা আক্রান্ত হয়েছেন।

তাঁর রিপোর্ট পজিটিভ এসেছেবলে জানিয়েছে রাজস্থান রয়্যালস আপাতত উদয়পুরের বাড়িতে থাকলেওতাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শদেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেএক বিবৃতি মারফৎ জানানোহয়েছে,‘আমিরশাহি উড়ে যাওয়ার আগে আগামীসপ্তাহে দলের সদস্যরা মুম্বইয়ে একত্রিতহবেনসেকথা মাথায় রেখেই ফ্র্যাঞ্চাইজিক্রিকেটার, সাপোর্ট স্টাফ সহম্যানেজমেন্টের প্রত্যেক সদস্যের অতিরিক্তকোভিড টেস্টের ব্যবস্থা করছেআর সেইপরীক্ষায় ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিকেররিপোর্ট পজিটিভ এসেছে।’ফ্র্যাঞ্চাইজি আরও জানিয়েছে, ‘দিশান্তআপাতত উদয়পুরে তার বাড়িতে থাকলেওতাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্যহাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়াহয়েছে।বিসিসিআই’য়ের প্রোটোকল মেনে১৪ দিন পর দিশান্তের পুনরায় কোভিডপরীক্ষা করা হবে। টানা দু’টো পরীক্ষাররিপোর্ট নেগেটিভ এলে তবেই দলের সঙ্গেযোগ দিতে পারবেন তিনি।এরপরআমিরশাহি পৌঁছে ৬ দিনের কোয়ারেন্টাইনেথেকে পুনরায় ৩টি কোভিড পরীক্ষায় উত্তীর্ণহতে হবে তাঁকে।’

Previous articleবেঙ্গালুরুতে ফেসবুক পোস্টকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ , আহত ৬০ পুলিশকর্মী, পুলিশের হত অন্তত ৩
Next articleফের নতুন লকডাউনের দিন বাতিল,ঘোষণা নবান্নের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here