কংগ্রেসের বিরোধীতা করলেও সাংবাদিক সন্মেলনে চমক দিলেন মায়াবতী, কি বলছেন তিনি?

0
534

দেশের সময় ওয়েবডেস্ক:প্রকাশিত হয়েছে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল। যেখানে পাঁচটির মধ্যে তিনটি রাজ্যেই সরকার গঠনের পথে কংগ্রেস। কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি-কে যথেষ্ট অস্বস্থিতে রেখেছে অন্য দুটি রাজ্য তেলেঙ্গানা ও মিজোরাম। উল্লেখ্য মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গড়ার মতো পরিস্থিতিতে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়নি। রাজ্যে ম্যাজিক ফিগার ছিল ১১৬। সেখানে ফল ভালো করলেও ১১৪ তে থামতে হয়েছে হাত শিবিরকে। রাজনৈতিক মহলের মতে, দুটি বিধায়কের সমর্থন জোগাড় করতে কোন সমস্যার সন্মুখীন হতে হবে না কংগ্রেসকে। আর বাস্তবেও ঠিক তেমনই হলো। কংগ্রেস ও বিজেপি ছাড়া আরও আট জন প্রার্থী জয়লাভ করেছে নির্বাচনে। ইতিমধ্যেই একজন বিধায়ক পাওয়া সমাজবাদী পার্টি সহ কয়েকজন নির্দল বিধায়ক কংগ্রেস-কে সমর্থন করার জন্য প্রস্তুত। পাশাপাশি বহুজন সমাজবাদী পার্টি যে কোনভাবেই বিজেপি-কে সমর্থন করবে না তা স্পষ্ট ছিল। আর সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন সাংবাদিক সন্মেলনে মায়ববতী জানান, “আমি সবসময় কংগ্রেস-এর বিরুদ্ধে কথা বলি”। “কারন দীর্ঘদিন দেশে ক্ষমতায় থাকলেও দেশবাসীর জন্য কোন উন্নয়নের কথা তারা ভাবে নি”। “যদি তাই হতো তবে আজ বিজেপি ক্ষমতায় থ‍াকতো না”। “কিন্তু আমরা এটাও মনে করি গেরুয়া দলকে অবিলম্বে ক্ষমতা থেকে সরানো উচিৎ”। “আর সেই কথা মাথায় রেখে মধ্যপ্রদেশ ও রাজস্থানে বসপা কংগ্রেস-কে সমর্থন করবে”।

Previous articleবড় দিনের কেকে নজড়
Next articleরবিবার বারাসত মধ্যমগ্রামে ট্রেন বন্ধের ঘোষণা রেল কর্তৃপক্ষের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here