এবার, বনগাঁয় সরকারি প্রকল্পে মুরগির ছানা বিলি নিয়েও রাজনীতির অভিযোগ তুলল বিজেপি

0
1428

দেশের সময়,বনগাঁ: সরকারি প্রকল্পে মুরগির ছানা বিলি নিয়েও রাজনীতির অভিযোগ তুলল বিজেপি। অভিযুক্ত তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বনগাঁ বিডিও অফিসে ধুন্ধুমার কান্ড বেধে যায় । এই ঘটনায় ক্ষুব্ধ মহিলারা রাস্তা অবরোধ করেন। জানা গেছে গত কয়েকদিন ধরে সরকারি প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মুরগির বাচ্চা বিলি করার কাজ শুরু হয়েছে বনগাঁ বিডিও অফিসে।

সেখানে বাচ্চা আনতে গিয়ে ঘাড় ধাক্কা খেতে হয় কয়েকজন বিজেপি সমর্থিত মহিলার অভিযোগ, আমরা বিজেপি করি বলে আমাদের সরকারি প্রকল্পের মুরগির বাচ্চা পাওয়ার কোন অধিকার নেই বলে ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য আকলিমা খাতুন জানিয়ে দেন। অথচ তৃণমূলের সমর্থক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একাধিকবার মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে। এদিন এর প্রতিবাদ করতে গেলে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনায় ক্ষুব্ধ ওই মহিলারা এরপর বিডিও অফিসের সামনে বাগদা রোড এর উপর বসে পড়ে অবরোধ শুরু করেন। প্রায় আধঘন্টা অবরোধ চলার পর পুলিশ এসে তাদেরকে আশ্বস্ত করলে অবরোধ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

Previous articleকাটমানি: বনগাঁ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ই-রিক্স চালকরা পথে নামলেন, কাটমানি ফেরতের দাবীতে
Next articleকাটমানি নিয়ে অভিযোগ হলেই গুরুত্ব দিয়ে দেখুন, নির্দেশ এডিজি আইনশৃঙ্খলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here