এ রাজ্যে উন্নয়ন খুব পরিচিত এক শব্দ।আমাদের রাজ্য সরকার উন্নয়ন দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে চলেছে বলে দাবি করে,একই সঙ্গে সরকারের দাবি রাজ্যের দিকে দিকে উন্নয়ন দাঁড়িয়ে আছে।সরকারের এই দাবি নিয়ে বিরোধী রাজনৈত্ক দলগুলো বিতর্ক তুলতে পারে,আমারা সেরকম কোন বিতর্কে যেতে আদৌ রাজি নয়,বরং প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমরা দেখছি রাজ্য জুড়ে নানা উন্নয়নের প্রয়াস শুরু হয়েছে।রাস্তা পার্ক আলোকিত করা ছাড়াও হাসপাতাল ও প্রান্তিক মানুষজনদের সাহায্যে সরকার নানা ভাবে এগিয়ে এসেছে তা যে কেউই চোখ কান খোলা রাখলে দেখতে পাবেন।কেউ কেউ বলতেই পারেন সরকার এ সব করছে রাজনীতির কথা মাথায় রেখে।আমরা বলবো সরকার তৈরি হয় রাজনৈতিক দল দ্বারাই,তাই সে রাজনীতি করবে সেটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই,সেই রাজনীতি করার কারণে যদি কোন সাধারণ গরীব মানুষের উপকার হয় তাতেই বা আপত্তি কিসের!আসলে আমরা যেটা বলতে চাই তা হল,সরকারের রাজনীতি করা বা না করা নিয়ে আমাদের কোন বক্তব্য নেই,আমরা শুধু চাই উন্নয়নের বার্তা যেন সর্বত্র ছড়িয়ে পড়তে পারে।এমনটা যেন না হয় যে সরকারের উন্নয়নের কোন আলো কোন এলাকায় বা কোন এলাকার মানুষ পেলেন না।এমনটা হলে আমাদের আপত্তি থাকবে।আমরা দেখছি রাজ্য সরকার রাজ্য জুড়ে রাস্তা-ঘাটের উন্নতি করছে,অথচ এমন কিছু এলাকা থেকে গেছে যেথানে দীর্ঘদিন রাস্তা সারাইয়ের কাজ হচ্ছেই না।আমরা সাংবাদিকতার সূত্রেই এরকম কিছু এলাকা দেখেছি।তাই আমাদের অনুরোধ এই সব এলাকার জনপ্রতিনিধিরা সক্রিয় হয়ে সেই এলাকার রাস্তার উন্নয়নে সরকারকে বাধ্য করুন।সরকার কোন একটা রজনৈতিক দলের দ্বারা তৈরি হলেও মনে রাখা দরকার উন্নয়ন পাবার অধিকার কিন্তু সকলের।তাই আমরা চাইবো উন্নয়নের বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র।এই যেমন এখন রাজ্য জুড়ে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে সরকারের উচিত উন্নয়নের দৃষ্টি-ভঙ্গি নিয়ে এর প্রতিরোধে নেমে পড়া।ঘটনা বা সমস্যাকে চেপে যাওয়াটা কিন্তু কোনভাবেই উন্নয়নের লক্ষণ হবে না।আর সমালোচনা হবে বলে ডাক্তারদের ভয় দেখিয়ে ডেঙ্গি লেখা থেকে বিরত করলে তা কিন্তু মানুষর মধ্যে সন্দেহের সূচনা করবে।সন্দেহ থেকে মানুষ শেষ পর্যন্ত সরকারের সব কাজকেই সন্দেহ করতে শুরু করবে।তখন কারোর কারোর মনে হতে পারে সরকার বোধহয় উন্নযন নিয়েও এরকম মিথ্যে ভয় দেখিয়েই প্রচার করে চলে।তাই আমরা চাইবো সরকার প্রকৃত অর্থে উন্নয়নের সরকার হয়ে উঠুক।যে তার সীমিত সামর্থ্য নিয়েও মানুষের পাশে দাঁড়ায়,মানুষের সমস্যাকে বোঝে।যে সরকার মানুষের দুঃখ কষ্টের ভাগ নিতে এগিয়ে আসতে পারে সেই সরকারই যথার্য উন্নয়নের সরকার হয়ে উঠতে পারে,সেই সরকারের হৃদয় থাকে।আমরা চাইবো এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মত তাঁর সরকারও হয়ে উঠুক আটপৌঢ়ে মানুষের সঙ্গী,তাহলে রাজনীতি এক অন্য মাত্রা পাবে,উন্নয়নের বার্তা ছড়িয়ে পড়বে সমাজের সর্বত্র।সব রাজনৈতিক বিতর্ক সরিয়ে আমাদের প্রত্যাশা এ রাজ্যের সরকার উন্নয়নের প্রকৃত আলো ছড়িয়ে দিক সমাজের সর্বত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here