আড়াই গুণ বেতন বাড়বে: মমতা

0
980

দেশের সময় ওয়েব ডেস্কঃ জানুয়ারি থেকেই বিপুল হারে বেতন বাড়ছে। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেনে নিন কী কী বললেন মমতা–

১. আমি কথা দিয়েছিলাম। আমাদের স্টেট পে কমিশন রিপোর্ট পেশ করলে, মানবিক কারণে আইনত যতটা দেওয়া সম্ভব আমরা বিচার বিবেচনা করব।

২. আমি জানি আপনাদের সবার মধ্যে আশা কাজ করে। কেউ কেউ তো লিখেও দেয়। ভাবে আমি আগে লিখে দিলাম। একটা রিপোর্ট জমা পড়ে, তার পর সেটা স্টাডি করতে হয়, তার পর ক্যাবিনেটে পাশ করাতে হয়, তার প্রসেস করতে হয়। আমি ইরেসপনসিবল নই। আমি আজকেই বলে দিতে পারতাম। আমি আজকেই যেটা করতে পারতাম। তা আরও কয়েকদিনের জন্য অপেক্ষা করছি।

৩. যা যা সুপারিশ করেছে, নিউ পে ম্যাট্রিক্স সুপারিশ করা হয়েছে। ব্যান্ড পে এবং গ্রে ডে তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
ওনারা যে সুপারিশ করেছেন আমরা তা মেনে নেব। ডিএ প্লাস পে কমিশন। আগে বেসিক পে ছিল একশ টাকা। ডিএ যুক্ত হলে পেতেন ১২৫ টাকা। এর পর ওদের সুপারিশ অনুযায়ী ডিএ ও পে কমিশন মার্জ হয়ে যাবে তখন ২.৫৭ হবে। সাত হাজার টাকা মাইনে ১৭৯৯০ হবে (৭০০০X২.৫৭)।

৪. গ্র্যাচুইটি ৬ লাখ থেকে বাড়িয়ে মিনিমাম আট লাখ টাকা করা হয়েছে

৫. ২৩ তারিখ ক্যাবিনেট মিটিং আছে। তার পর প্রসিডিওর আছে। এর মধ্যে কোর্টের কেসটাও দেখে নেব। যখন বলেছি করব এবং সুপারিশ মানব, আপনারা ভরসা রাখুন। আমি চেষ্টা করব ১ জানুয়ারি থেকে এটা বাস্তবায়নের জন্য।

Previous articleতদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেফতারও করা যাবে, বলল হাইকোর্ট
Next articleতৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের তালা লাগিয়ে দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here