অ্যাকাউন্ট থেকে নিমেষে উধাও ২৩ লাখ,পাটিয়ালার মহারানির!

0
758

দেশের সময় ওয়েবডেস্ক: সাইবার জালিয়াতি চক্রের খপ্পরে এবার পড়লেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রীণীত কাউর। এক জালিয়াত ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে প্রীণীতের অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়। জালিয়াতকে অবশ্য গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রীণীত কংগ্রেসের সাংসদ। কিছুদিন আগেই ঘটনাটি ঘটে। অমরিন্দর সিংয়ের স্ত্রী তখন ছিলেন দিল্লিতে। সংসদের অধিবেশনে ঢোকার সময় তাঁর কাছে একটি ফোন আসে। জালিয়াত নিজেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে প্রীণীতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জানতে চায়। কারণ হিসেবে বলে, প্রীণীতের বেতন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার জন্যই নম্বর চাওয়া হচ্ছে। এরপর প্রীণীত অ্যাকাউন্ট নম্বর, এটিএম পিন নম্বর, সিভিসি নম্বর এবং ওটিপি ওই জালিয়াতকে ফোনেই বলে দেন।

কিছুক্ষণ পরেই প্রীণীতের মোবাইলে মেসেজ আসে। তাঁর অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এরপরই টনক নড়ে প্রীণীতের। তিনি পাঞ্জাব পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান। জালিয়াতের ফোন নম্বর ট্রাক করে ঝাড়খন্ড জেলার রাঁচি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Previous articleহাবড়ার পর অশোকনগর, ডেঙ্গি প্রায় মহামারী, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
Next articleশান্তিনিকেতনে উদযাপিত হল বাইশে শ্রাবণ ও বৃক্ষরোপণ উৎসব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here