দেশের সময় ওয়েবডেস্ক: শনিবার ৭টা নাগাদ উদালগুড়ির হরিসিংহ স্টেশনে অসমের ইন্টারসিটি এক্সপ্রেস টার্গেট করে গ্রেনেড হামলা হল। এই ঘটনায় আহত হয়েছেন ১১ জন। এই ঘটনার পর বিশাল পুলিশবাহিনী রয়েছে ঘটনাস্থলে। কামাখ্যা–ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসের কয়েকটি বগি লক্ষ্য করে ছোঁড়া হয় গ্রেনেড। গুয়াহাটি থেকে পুলিস ও রেলের কর্মকর্তারা গিয়ে পৌঁছেছেন। এখনও পর্যন্ত এই ঘটনা কারা ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ১১ জন আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। রেল সূত্রে খবর, এ দিন সন্ধের দিকে হরিসিঙ্গা স্টেশনে পৌঁছয় কামাখ্যা-ডেকরগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস। স্টেশনে ঢোকার কিছু আগেই ট্রেনের চার নম্বর কামরায় বিস্ফোরণ হয়। জানা গেছে, ট্রেনটি রাঙ্গিয়া থেকে ডেকরগাঁও যাচ্ছিল। দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্রের কথায়, ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক। প্রাথমিক তদন্তে আইইডি বিস্ফোরণ বলেই মনে করছে রেলপুলিশ। সমের তিনসুকিয়া এবং উদলগিরিতে বেশ কয়েকমাস ধরেই সক্রিয় আলফা-স্বাধীন। নাগরিকত্ব সংশোধনী বিল আসার পরেই তরুণ প্রজন্মের আলফার প্রতি আকর্ষণ ও সহানুভূতি অনেক বেড়েছে। এই দুই জেলা থেকেই গত এক বছরে আলফায় যোগদানের সংখ্যা নেহাত কম নয়। তরুণ প্রজন্মের আলফায় যোগদান নিয়ে রীতিমতো উদ্বেগে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে এই বিস্ফোরণ নতুন করে চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। কী ভাবে এই বিস্ফোরণ ঘটানো হল সেই নিয়ে এখনও ধন্দে পুলিশ। ট্রেনের কোনও যাত্রাই লুকিয়ে বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন নাকি নাশকতার উদ্দেশেই এই বিস্ফোরণ সেটা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here