অপর্ণা সেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি

0
615

দেশের সময় ওয়েবডেস্কঃ অপর্ণা সেনের বিরুদ্ধে উল্টোডাঙ্গা থানায় এফআইআর দায়ের করল বিজেপি। এফআইআর করেছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। তাঁর বক্তব্য, গত নভেম্বর মাসে অপর্ণা সেন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ তুলেছিলেন, তা তিনি প্রত্যাহারও করেননি, বা ওই মন্তব্যের জন্য ক্ষমাও চাননি। তাই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন কল্যাণ।

উল্লেখ্য, বিএসএফ–এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী অপর্ণা সেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গ, অসম ও পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতর পর্যন্ত তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করার ক্ষমতা দেয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)–কে। তারই বিরোধিতায় সরব হন অপর্ণা। কলকাতা প্রেস ক্লাবে ২০২১ সালের ১৬ নভেম্বর বিএসএফ–এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন তোলেন বিএসএফ–এর কাজ নিয়েও।

আগেই বিএসএফ–মন্তব্য প্রসঙ্গে অপর্ণাকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছিল বিজেপি। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে অভিনেত্রীকে চিঠি দিয়ে জানিয়েছ‌িলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। বিএসএফের এক্তিয়ার বাড়ানো প্রসঙ্গে অপর্ণা সেন বলেছিলেন, ‘‌যে বিএসএফ আছে, তা কি যথেষ্ট নয়। কীভাবে ছিটমহলের মানুষের উপর অত্যাচার হয়,  তা ভাবলেই শিউরে উঠতে হয়।’‌ এর আগে দিলীপ ঘোষও অপর্ণার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, ‘‌ওঁরা চিরদিন দেশদ্রোহী।’‌

Previous articleফের লাইভে মদন, বললেন, আমি নির্দোষ, দলের পোষ্য
Next articleস্বস্তি! রাজ্যে ১০ হাজারের নীচে নামল সংক্রমণ, কমল মৃত্যুও, আউটডোর শ্যুটিং, যাত্রায় বিধি শিথিল, জানিয়ে দিল নবান্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here