অনুব্রতর কোভিড রিপোর্ট নেগেটিভ, বুকের এক্স-রেতে সমস্যা মিলেছে,আপাতত কলকাতাতেই চিকিৎসা

0
650

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা হয়নি অনুব্রত মণ্ডলের। পরীক্ষায় রিপোর্ট এসেছে নেগেটিভ। প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য পরীক্ষা করার পরে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে তাঁকে। কমেছে শ্বাসের কষ্ট। তবে চেস্ট এক্স-রেতে কিছু সমস্যা খুঁজে পেয়েছেন চিকিৎসকরা। আপাতত কলকাতার ফ্ল্যাটেই আছেন তিনি।

গতকাল হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে বোলপুর থেকে কলকাতায় আনা হয়। নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। তাঁর শরীরে অক্সিজেন কমে গেছিল। হালকা জ্বর, সঙ্গে সর্দি, কাশি ছিল। তবে কোভিড নয় বলেই নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।

তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে,গত কয়েকদিন ধরেই অসুস্থতার কারণে গৃহবন্দি ছিলেন এই তৃণমূল নেতা। বুধবার রাতেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে তা আরও কিছুটা বাড়ায় দলীয় নেতৃতব নির্দেশ দেয় তাঁকে কলকাতায় নিয়ে আসার। এরপরেই বোলপুরে তাঁর বাড়িতে পৌঁছয় অ্যাম্বুলেন্স।

এমনিতেই অনুব্রত মণ্ডলের নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে। সেজন্য চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে দু-বেলা বেশ কিছু ওষুধও খেতে হয়। বছর সাতেক আগেও তিনি একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের একটি সভায় গিয়ে খুব বকাবকি করেছিলেন কেষ্টকে। বলেছিলেন, ‘কেষ্টর এত অসুস্থতার কারণ ওর ওজন বেড়ে যাওয়া। সারাদিন এক জায়গায় বসে থাকবে, হাঁটাহাঁটি করবে না, ওজন বাড়বে না তো কী হবে।’

দিদির বকুনি খাওয়ার পর নিজের বাড়িতে ট্রেডমিল কিনেছিলেন অনুব্রত। তারপর গত কয়েকবছর ধরে তাতেই রোজ সকালে কয়েক কিলোমিটার হেঁটে নিতেন অনুব্রত। কিন্তু এসবের মধ্যেই এদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন।

Previous articlePHOTO FIGHT- EDITOR’S CHOICE PICTURE: ফোটোফাইট
Next articleইয়াস’-এ ক্ষতিগ্রস্থ ডায়মন্ড হারবার এলাকা পরিদর্শন চিত্র অভিষেকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here