দেশের সময় ওয়েব ডেস্কঃ মোহিনী বিশ্বাসের ছবির প্রদর্শনী ‘অরণ্যনন্দিনী’–র উদ্বোধন করলেন শিল্পী তথা সাংসদ যোগেন চৌধুরী, উপস্থিত ছিলেন বিশিষ্ট ফোটোগ্রাফার অশোক মজুমদার,সত্যম রায়চৌধুরী, ওয়াসিম কাপুর প্রমুখ। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের (নর্থ) গ্যালারিতে সোমবার সন্ধ্যায় প্রদর্শনী দেখতে ভীড় করেন অসংখ্য ছবি প্রেমিক৷