৮১ হাজার বেকারকে প্রতারণা বনগাঁর ধৃত এম এ পাস্ প্রতারক

0
5649

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :হাজার হাজার বেকার যুবক যুবতীকে প্রতারণা করলো বনগাঁর এক এনজিও । কেন্দ্রীয় সরকারের ভুয়ো লোগো লাগানো ওয়েবসাইট করে গ্রেফতার এই প্রতারণা চক্রের মূল পানডা রাজা মিত্র নাম এক ব্যক্তিকে বনগাঁর সুভাষপল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ । বাজেয়াপ্ত হয়েছে ওই সংস্থার আর্থিক লেনদেনের নানা নথি ও বন্ধ করা হয়েছে ব্যাঙ্ক একাউন্ট

বিধানগর সাইবার শাখার আধিকারিকরা জানিয়েছেন ২০১৭ সালের ডিসেম্বর মাসে আল ইন্ডিয়া হিউমান ডেভেলপমেন্ট ট্রাস্ট নামে বনগাঁর এক স্বেচ্ছাসেবী সংস্থা একটি পত্রিকায় ১৪০০০ এর ওপর শুন্য পদ আছে বলে একটি পত্রিকায় বিজ্ঞাপন দেয় তাতে কেন্দ্রিয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া নামক প্রকল্পে সহকারী ও শিক্ষক পদে লোক নেওয়ার কথা বলা হয়েছিল | ওই বিজ্ঞাপনে ২ টি ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছিল | সহকারী পদের জন্য ১৩০ টাকা ও শিক্ষক পদের জন্য ১৮০ টাকা নেয়ার কথা বলা হয়েছিল | এরপর প্রায় ৮২০০০ বেকার যুবক ও যুবতী ওই টাকা দিয়ে ওই ২ টি ওয়েব সাইটের মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করেন | টাকা সবই বেসরকারি পেমেন্ট গেটওয়ে র মাধ্যমে নেওয়া হয়েছিল | কিন্তু প্রায় ১ বছর পেরিয়ে গেলেও কোনো ওই সংস্থার তরফে কোনো যোগাযোগ না করা হলে বাগুইহাটির এক তরুণী বুঝতে পারতেন তিনি প্রতারিত হয়েছেন |
এরপর তিনি সাইবার পুলিশের দ্বারস্থ হন | তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে এটি একটি প্রতারণা চক্র | বিধাননগর সাইবার পুলিশের এক অফিসার বলেন ‘ আমরা প্রথমে ওই ওয়েবসাইট সম্মন্ধে খবর নি | তাতে বুঝতে পারি ওই ওয়েবসাইটেই কেন্দ্রীয় সরকারের লোগো জাল করে প্রতারণা করছে | এরপর রাজা মিত্র কে সোমবার রাতে গ্রেফতার করে জিজ্ঞাসাদ করতেই সব বিষয়টি পরিষ্কার হয়ে যা’ পুলিশ ধৃত রাজার কাছ থIকে ৮১ লক্ষ টাকা নগদ , ৯ টি চেক বই , এটিএম কার্ড ও বেশ কয়েকটি মোবাইল বাজেয়াপ্ত করেছে I সংস্কৃতে এমএ পাস্ রাজা বনগাঁর সুভাষ পল্লির বাসিন্দা | সে ওই আজিৰ মাধ্যমে এই প্রতারণা ব্যবসা চালাচ্ছিল | ইতুমধ্যে সে কলকাতা হাই করতে জামিনের আবেদন করেছিল | কিন্তু তার সেই আবেদন নাকচ হয়ে যায় | এরপরই বিধাননগর পুলিশ তাকে গ্রেফতার করে |

Previous articleচাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে চন্দ্রযান ২, চাঁদের মাটি ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা
Next articleসেমিফাইনাল জিততে মরিয়া ইস্ট-মোহন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here