৩৯তম জেলা যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হলো বনগাঁ-য়

0
823

দেশের সময় ওয়েবডেস্ক: শরীরচর্চার উপকারিতা এবং সমাজ-কে সুদূরপ্রসারী করে তোলার লক্ষ্যে যোগাসন যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাই মানুষের কাছে আরও বেশী করে তুলে ধরতে তৎপর বনগাঁ পৌরসভা। সেই লক্ষ্যে রবিবার “বনগাঁ দেহগঠন ও যোগাসন সংস্হা”র সহযোগীতায় “নীলদর্পণ” পেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো ৩৯তম জেলা যোগাসন প্রতিযোগিতা। যার ব্যাবস্থাপনায় ছিল উত্তর চব্বিশ পরগণা জেলা ফিজিক্যাল কালচারাল সংস্হা। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ স্টেট বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক বিশ্বনাথ মালাকার জানান, “বর্তমান যুগের সাথে তালমিলিয়ে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করছে যোগাসন”। “আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তা আরও সুদূরপ্রসারী হবে”। “পাশাপাশি নবীন প্রজন্মের সাথে প্রবীন নাগরিকদের একটি অসাধারণ মেলবন্ধন ফুটে উঠলো এখানে”। আজকের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহন করেন। সবমিলিয়ে আজ এক অসাধারণ পরিবেশের সাক্ষী থাকলো বনগাঁ-র “নীলদর্পণ”।

Previous articleদু’টি কবিতা: মলয় গোস্বামী
Next articleট্রাভেলগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here