৩১টি মোবাইল ফিরিয়ে দিল বনগাঁ থানা

0
1623

দেশের সময় ,বনগাঁ :- ৩১টি হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল বনগাঁ থানার পুলিশ। রবিবার দুপুরে বনগাঁ থানার পক্ষ থেকে ৩১ টি মোবাইল তুলে দেয়া হয় প্রাপকদের হাতে ।কেউ শিক্ষক, কেউ বাইরে থাকেন ,কেউ ব্যবসায়ী কিংবা গৃহবধূ।

যাতায়াতের পথে, মেলা সহ বিভিন্ন সময় বিডিন্ন জায়গা থেকে, হারিয়ে গিয়েছিল মোবাইল গুলি। এদিন মোবাইল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই। তাদের কথায় “মোবাইলের আশা ছেড়ে দিয়েছিলাম । ফেরত পেয়ে পুলিশের প্রতি ধারণা অনেকটাই বদলে গেল।

Previous articleঅভাবী মেধাবীদের পাশে সমাজসেবক
Next articleটসে জিতে বোলিং পাকিস্তানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here