দেশের সময় ওয়েবডেস্কঃ লকডাউনের মেয়াদ। বাংলায় ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউনের মেয়াদ। সর্বদলীয় বৈঠকের পর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণায় জানানো হয়েছে, কিছু ছাড় দিয়ে গোটা জুলাই মাসেও রাজ্যে জারি থাকবে লকডাউন। মুখ্যমন্ত্রী বলেন, সর্বদলীয় বৈঠকে লকডাউনের ব্যাপারে আলোচনা হয়েছে। সংক্রমণ বাড়ছে, তাই লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ৩১ জুলাই পর্যন্ত এমনিতেই স্কুল–কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সর্বদলীয় বৈঠকে লকডাউনের ব্যাপারে আলোচনা হয়েছে। অনেকে অনেক রকম মত দিয়েছেন। সিপিএমের সূর্যবাবু বলেছেন তাঁর এ ব্যাপারে আলাদা পরিকল্পনার কথা বলার রয়েছে। তবে যেহেতু সংক্রমণটা বাড়ছে তাই আমরা রাজ্যে লকডাউন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, এমনিতেই ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে। তবে রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় দিয়েই রাজ্যে লকডাউন জারি থাকবে। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা হবে। তবে পরে বলেন, সিবিএসসি-র পরীক্ষার বিষয়টি আদালতে ঝুলে রয়েছে সেটা দেখে নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে ১ জুন থেকে আনলক পর্ব শুরু হয়েছে। অর্থাৎ সতর্কতার মধ্যেই নানা ক্ষেত্রের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। নবান্নের তরফে নির্দিষ্ট গাইডলাইন না দেওয়া হলেও ইঙ্গিতে বলা হয়েছে প্রায় একই ভাবে লকডাউন চলবে।
এদিনের বৈঠকে সমস্ত বিরোধী দলের নেতারাই সংক্রমণ রুখতে সরকারের কাজে সাহায্য করার আশ্বাস দিয়েছেন বলে সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী।