১৮ আগষ্ট বনগাঁয় স্বাধীনতা দিবস পালিত হল: দেখুন ভিডিও

0
896

দেশের সময়: বনগাঁঃ সারাদেশে যখন ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা তোলা হয,় তখন ১৫ আগস্ট এর পাশাপাশি ১৮ আগস্টে আলাদা করে ভারতের জাতীয় পতাকা তোলা হয় বনগাঁয়। গত বেশ কয়েক বছর ধরে ঐতিহ্যের এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে আসছেন বনগাঁ আদালতের

আইনজীবীরা।
জানা গেছে, ২০০ বছরের ইংরেজ শাসনের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতবর্ষকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। সেদিন যখন ভারতের সর্বত্র জাতীয় পতাকা

তোলা হলো তখন দেখা গেল বনগাঁ বাংলাদেশের যশোর জেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশভাগের এই সীমারেখার ম্যাপ তৈরি করার দায়িত্বে ছিলেন জেনারেল র‍্যাডক্লিফ সাহেব। তার তৈরি সেই ম্যাপ দেখে হতাশ হয়ে পড়েন বনগাঁর মানুষ। এটা ভুলবশত হয়েছে এটা বুঝতে পেরে তখনকার বনগাঁর ম্যাজিস্ট্রেট সি কুইন সাহেবের মাধ্যমে খবর পৌঁছায় দিল্লিতে।

এরপর ১৭ আগস্ট রাতে বেতার যন্ত্রের মাধ্যমে ঘোষণা করা হয় যে বনগাঁ যশোর নয় স্বাধীন ভারতের ২৪ পরগনার অন্তর্ভুক্ত করা হলো। এর পরদিন অর্থাৎ ১৮ আগস্ট সকালে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রথম স্বাধীন ভারতের পতাকা তোলা হয় । সেই দিনটিকে স্মরণ করে আজও বনগাঁ আদালত চত্বরে ১৮ আগস্ট আলাদা করে ভারতের জাতীয় পতাকা তোলেন বনগাঁ আদালতের আইনজীবীরা।

বনগাঁ ল ইয়ার্স এসোসিয়েশনের সম্পাদক সমীর দাস এ সম্পর্কে বলেন, বনগাঁর ইতিহাসে এমন একটি দিনকে আমরা স্মরণ করতে পেরে নিজেরা গর্বিত হই। আর তাই প্রতি বছর একইরকমভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয় । ছুটির দিন থাকলেও রবিবার এই অনুষ্ঠানের জন্য আদালত চত্বরে হাজির ছিলেন আইনজীবীরা। পতাকা উত্তোলনের পর মিষ্টিমুখও করা হয়।

Previous articleDesher Samay E paper
Next articleমার্কোস শহরে , উদ্মাদনা লাল-হলুদে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here